এমসি কলেজ বন্ধুসভার উদ্যোগে বার্ষিক আন্তক্রীড়া প্রতিযোগিতা

সিলেটের ঐতিহ্যবাহী কিংস ফুটসাল ইনডোর স্টেডিয়ামে এমসি কলেজ বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

মনের সতেজতা ও প্রাণময়তা বৃদ্ধিতে খেলাধুলার ভূমিকা অপরিসীম। খেলাধুলায় রয়েছে সুস্থ প্রতিযোগিতা, যা অনুশীলনের মাধ্যমে মনে আত্মবিশ্বাস ও সবলতার জন্ম হয়।

প্রতিবারের মতো এবারও এমসি কলেজ বন্ধুসভা বার্ষিক আন্তক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে। ছেলেদের জন্য ফুটবল ও মেয়েদের জন্য ক্যারম খেলা নির্ধারণ করা হয়। সিলেটের ঐতিহ্যবাহী কিংস ফুটসাল ইনডোর স্টেডিয়ামে ১৮ নভেম্বর এই খেলার আয়োজন করা হয়।

সাবেক চার সভাপতি আহমেদ আলমগীর, আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন ও আবদুল আজিজের নামে চারটি ফুটবল দল গঠন করা হয়। পাশাপাশি মেয়েদের ক্যারম খেলায়ও চারটি দল গঠন করা হয়।

চ্যাম্পিয়ন দল
ছবি: বন্ধুসভা

ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে টিম আমিনুল ইসলাম ও রানার্সআপ হয় টিম আনোয়ার হোসেন। ক্যারম খেলায় চ্যাম্পিয়ন হয় ফারহানা লিমা, মীর জান্নাত ও ফারিহা ইসলামের টিম এবং রানার্সআপ হয় প্রজ্ঞা চৌধুরী, লিমা তালুকদার ও সানজিদা রশীদের টিম। পরে বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া।

ফুটবলে বিজয়ী দলের অধিনায়ক আমিনুল ইসলাম বলেন, ‘সুস্থ দেহে সুস্থ মন পেতে খেলাধুলার ভূমিকা অপরিসীম। যান্ত্রিকতার এই শহরে একমাত্র খেলাধুলাই পারে আমাদের মানসিক সুস্থতা দান করতে। এই আয়োজনকে সাধুবাদ জানাই।’

সভাপতি, এমসি কলেজ বন্ধুসভা