একজন পত্রিকা পাঠকের ইচ্ছে পূরণ

পত্রিকা পড়ছেন পরেশ চন্দ্র
ছবি: বন্ধুসভা

বগুড়া জেলা সদরের উত্তর চেলোপাড়ার বাসিন্দা পরেশ চন্দ্র (৭০)। পারিবারিক অসচ্ছলতার কারণে নবম শ্রেণির পরে আর পড়াশোনা করতে পারেননি। পেটের তাগিদে একটি ওষুধ কারখানায় চাকরি নেন। চাকরির কয়েক বছর পর সড়ক দুর্ঘটনায় বাঁ হাত ভেঙে যায়। সংসারের হাল ধরেন তাঁর স্ত্রী আরতী রানী। অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালান। তাঁর এক ছেলে ও এক মেয়ে। ছেলেকে একটি মোবাইলের দোকানের কর্মচারী হিসেবে কাজে লাগিয়ে দেন।

দরিদ্র মানুষটি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই পত্রিকা পড়তে হেঁটে ছুটে যান এক কিলোমিটার দূরের একটি সেলুনে। কখনো কখনো গিয়ে অপেক্ষা করতে হয় কখন দোকান খুলবে। আবার কোনো কোনো দিন গিয়ে দেখেন আরেকজন দোকানে রাখা পত্রিকাটি পড়ছে। তখন দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় পরেশ চন্দ্রকে।

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর রজতজয়ন্তী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে দরিদ্র মানুষটি যাতে নিয়মিত পত্রিকা পড়তে পারেন, সে ব্যবস্থা করে দিয়েছে বগুড়া বন্ধুসভা। বন্ধুরা নিজেদের অর্থায়নে পরেশ চন্দ্রের জন্য একটি টেবিল এবং আগামী এক বছরের প্রথম আলো পত্রিকা পাঠের ব্যবস্থা করে দেন। পাশাপাশি সেলুনটিতে কিছু বই রাখার ব্যবস্থা করা হয়। স্থানীয় দরজি শ্যাম গোপাল তাঁর দোকানের একটি অংশ পত্রিকা পাঠকদের জন্য ছেড়ে দিয়েছেন।

নিয়মিত পত্রিকা পড়ার সুযোগ পেয়ে পরেশ চন্দ্র বলেন, ‘এহন আর কষ্ট করে দূরে যায়ে পেপার পড়া লাগবি না, বাসার সামনেই পড়তে পারমু। বগুড়া বন্ধুসভার জন্য অনেক আশীর্বাদ থাকবি হামার। এই জায়গাতে এসে এলাকার স্কুল–কলেজের ছেলেমেয়ে এখন প্রতিদিন প্রথম আলো পেপার পড়বি। প্রথম আলো আরও এগিয়ে যাক।’

বগুড়া বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বগুড়া বন্ধুসভার সাধারণ সম্পাদক চন্দন কুমার রায় বলেন, ‘আমরা সামর্থ্য অনুযায়ী প্রথম আলোর একজন নতুন পাঠককে সত্য তথ্য পড়ার জন্য সাহায্য করেছি। যাতে তার সকাল শুরু হয় ভালোর সাথে এবং সারা দিন যেন চলে আলোর পথে। দেশের তরুণসমাজকে সঙ্গে নিয়ে এভাবে ভালো কাজ করতে থাকলে হারবে না বাংলাদেশ।’

সভাপতি ডাক্তার সামির হোসেন মিশু বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা সব সময় ব্যতিক্রম কিছু করে দেখায়। আমরা একজন পাঠকের পত্রিকা পড়ার অদম্য ইচ্ছা পূরণ করতে পেরেছি। পরেশ চন্দ্রের বৃদ্ধ বয়সেও পত্রিকা পড়ার যে পিপাসা, সেটি আমাদের আনন্দিত করে। তিনি প্রতিদিন পত্রিকা পড়ে যা জানতে পারছেন, তা অন্যদের মাঝে ছড়িয়ে দিলেই আমাদের এই উদ্যোগ সফল হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা তাহমিনা পারভীন, ইয়েনেনু টিংকু, সহসভাপতি আবু সুফিয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক নকিব হাসান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মাসুদুর রহমান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মৌসুমি মুজাহিদ, কার্যনির্বাহী সদস্য রুবাইয়া রুবী, মিনহাজ, শামিম হোসেন ও আরজেনা।

যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া বন্ধুসভা