দেশসেরা মেধাবীর পুরস্কার পেলেন রাজবাড়ী বন্ধুসভার বন্ধু কুইন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন কুইন
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৩ প্রতিযোগিতায় ভাষা ও সাহিত্য (বাংলা ও ইংরেজি ভাষা) ক্যাটাগরিতে কলেজ পর্যায়ে দেশসেরা মেধাবী শিক্ষার্থীর গৌরব অর্জন করেছেন কুইন। ১১ জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।

মাধ্যমিক থেকে স্নাতক (পাস) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি-টিউশন ফি বিতরণ উদ্বোধন, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৩-এর সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান, বঙ্গবন্ধু শেখ মুজিব বৃত্তি পুরস্কার-২০২২ প্রদানের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সনদ (বাংলা ও ইংরেজি), মেডেল, ক্রেস্ট ও দুই লাখ টাকার চেক তুলে দেন। এ ছাড়া শুভেচ্ছা উপহার হিসেবে ব্যাগ, এ বছর প্রকাশিত মেধা অন্বেষণের ম্যাগাজিন, ১৫ জন বিজয়ীকে নিয়ে তৈরি ব্রুশিয়ার ও বই উপহার দেওয়া হয়।

কুইন রাজবাড়ী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। বাড়ি রাজবাড়ী শহরের সজ্জনকান্দার এক নম্বর বেড়াডাঙ্গায়। তিনি গত বছর বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় দেশসেরা শিক্ষার্থী ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন। কুইন প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার বন্ধু। তাঁর মা শামীমা আক্তার মুনমুন রাজবাড়ী বন্ধুসভার সাবেক সভাপতি। নানা বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তাঁর যমজ বোন এরিন রাজবাড়ী বন্ধুসভার সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক। কুইন সম্প্রতি সেরা শিক্ষার্থী হিসেবে জাপান সফর করে এসেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

কুইনের মা শামীমা আক্তার মুনমুন বলেন, ‘মা হিসেবে এটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। কুইনকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে সে জড়িত। শিশুদের নিয়ে কাজ করার খুব আগ্রহ। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সে যেন দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে নিজেকে তৈরি করতে পারে, সবার কাছে সেই দোয়া কামনা করি।’

কুইন বলেন, ‘এতে আমি খুব আনন্দিত। আমি গর্বিত। প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেওয়ার সুযোগ জীবনে হয়তোবা একবারই আসে। আমি সেই সুযোগ পেয়েছি। প্রধানমন্ত্রীর শিশুসুলভ হাসি দেখে সব ভয় কেটে গেছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। আর সেরাদের মধ্যে সেরা হওয়া সত্যিই খুব ভালো লাগার বিষয়। সবার কাছে কৃতজ্ঞ।’