ড্যাফোডিল বন্ধুসভার সহমর্মিতার ঈদ

ড্যাফোডিল বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

দীর্ঘ এক মাস রোজার পর আসে খুশির ঈদ। সমাজের প্রত্যেক মানুষের জন্য ঈদের আনন্দ একই। সেই আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে সমাজের পিছিয়ে পড়া মানুষদের ঈদ উপহারসামগ্রী দিয়েছে ড্যাফোডিল বন্ধুসভা। বন্ধুরা বিশ্বাস করেন, এই উপহারসামগ্রী তাঁদের ঈদের আনন্দে অল্প হলেও বিশেষত্ব যোগ করবে।

গত ২৩ মার্চ থেকেই বন্ধুরা নিজ নিজ স্থান থেকে অনুদান সংগ্রহ শুরু করেন। নিজ নিজ এলাকা, পরিবার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে ‘সহমর্মিতার ঈদ’–এর সুন্দর উদ্যোগটি উপস্থাপনের মাধ্যমে অনুদান সংগ্রহ করেন। এরপর শুরু হয় উপহারসামগ্রী ক্রয় ও মানুষের কাছে পৌঁছানোর কাজ। দেশের বিভিন্ন জেলায় বন্ধুরা কয়েকটি পরিবারের কাছে সাধ্যমতো উপহার পৌঁছে দেন। ঢাকা, সাভার, গাজীপুরসহ আশপাশের জেলায় উপহার পৌঁছে দেন সভাপতি নাজমুল হাসান, দিনাজপুর ও রংপুর জেলায় উপহার পৌঁছে দেন সহসভাপতি ইনছান কবির, নওগাঁ জেলায় উপহার দিয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক অণীক ভূষণ সাহা এবং বরিশাল জেলায় উপহার দিয়েছেন প্রশিক্ষণ সম্পাদক রাইয়ান শিকদার।

ড্যাফোডিল বন্ধুসভার সহমর্মিতার ঈদ
ছবি: বন্ধুসভা

ঈদসামগ্রী পেয়ে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ বলেন, ‘সারা বছর অভাব–অনটনের মধ্যেই কাটে। ঈদে নতুন জামা তো দূরের কথা, ভালো খাবারও জোটে না। আজ আপনারা আমাকে উপহার দিলেন, আল্লাহ আপনাদের ভালো করুক।’

এক বিধবা মা বলেন, ‘আমার দুই ছেলে–মেয়ে, ঈদের দিনও তাদের ভালো কিছু দিতে পারব কি না, জানতাম না। খুব কষ্টের মধ্যে রোজা পার করেছি, আর আল্লাহর কাছে চাইছি যেন আমাদের ঈদের খুশি দেয়, সেই খুশি মনে হয় পাব।’

সহসাংগঠনিক সম্পাদক, ড্যাফোডিল বন্ধুসভা