প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে মাদকবিরোধী প্রচারণা চালিয়েছে ফেনী বন্ধুসভা। ২১ অক্টোবর সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের সোনাপুর উচ্চবিদ্যালয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
প্রচারণা অনুষ্ঠানে সুস্থ জীবন ও সুস্থ সমাজ গঠনের জন্য শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা হাত তুলে মাদককে ‘না’ বলে মাদকবিরোধী শপথ গ্রহণ করে। শপথ পাঠ করান ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ মো. আবদুল হালিম।
ফেনী বন্ধুসভার কার্যনির্বাহী সদস্য শেখ আশিকুন্নবীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সোনাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার চক্রবর্তী, দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসিম মাহমুদ ও ফেনী বন্ধুসভার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সোনাপুর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাখাল চন্দ্র পাল, ব্যবসায়ী মিনার পাটোয়ারী, ফেনী বন্ধুসভার সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক তারিফ হোসেন, বন্ধু হারাধন নন্দী, শিবলু চৌধুরীসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, ফেনী বন্ধুসভা