প্রথম আলোর বিশেষ ক্রোড়পত্র নিয়ে দিনাজপুর বন্ধুসভার পাঠচক্র

দিনাজপুর বন্ধুসভার পাঠচক্র

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রকাশিত প্রথম আলোর বিশেষ ক্রোড়পত্র নিয়ে পাঠচক্রের আসর করে দিনাজপুর বন্ধুসভা। গত ২৮ ফেব্রুয়ারি অনলাইনে এটি অনুষ্ঠিত হয়।

শুরুতেই সঞ্চালক বিপ্লব চন্দ্র রায় জানান, ‘ক্রোড়পত্র’ শব্দের আভিধানিক বা প্রায়োগিক অর্থ সংবাদপত্র বা সাময়িকী। আজ পাঠচক্রে এ ক্রোড়পত্র রাখার মূল উদ্দেশ্য ভাষা আন্দোলন সম্পর্কে জানা।

বন্ধুরা ধারাবাহিকভাবে পাঠ করেন ক্রোড়পত্রটি। পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মুনীরা শাহানাজ চৌধুরী বলেন, ‘ভাষার মাসে এ রকম কিছু সত্যি অসাধারণ।’

দিনাজপুর বন্ধুসভার পাঠচক্র

বন্ধুদের পাঠের গুরুত্ব ও পাঠচক্রে অংশগ্রহণে উৎসাহিত হতে বলেন সভাপতি শবনম মুস্তারিন।

পাঠচক্র শেষে বাংলা গণসংগীতের প্রখ্যাত কণ্ঠস্বর প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুদর্শন চন্দ্র অধিকারী, বন্ধু মনোরঞ্জন সিংহ, শুভজিৎ রায়, নাসিম আহমেদ, ইমজামাম হকসহ অন্য বন্ধুরা।

সভাপতি, দিনাজপুর বন্ধুসভা