‘প্রথম আলো বন্ধুসভা যোগ্য নেতৃত্ব ও সংগঠক তৈরি করে। কীভাবে নেতৃত্ব দিতে হয়, সংগঠন চালাতে হয়—একেবারে ছোট পরিসর থেকে বড় অনুষ্ঠানগুলোয় এসব কাজ করতে গিয়ে বন্ধুরা যোগ্য হয়ে ওঠেন। প্রথম আলো বন্ধুসভা করে অনেক বন্ধু দেশের বিভিন্ন স্থানে যোগ্য সংগঠক হিসেবে তাঁদের অবদান রাখছেন। তাঁরা দেশের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছেন নিজ মেধা ও সততা দিয়ে।’
ফরিদপুর বন্ধুসভার সাংগঠনিক বৈঠকে এ কথা বলেন সহসভাপতি রফিকুল ইসলাম। ৭ ফেব্রুয়ারি বিকেলে প্রথম আলো ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালার ব্যক্তিগত কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে ১৯ ফেব্রুয়ারি পদ্মার চরে বন্ধুদের নিয়ে পিকনিকের আয়োজন বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া প্রত্যেক বন্ধু যেন উপস্থাপনা, বক্তব্য প্রদান ও লেখালেখিতে পারদর্শিতা অর্জন করতে পারেন, সে জন্য সবাইকে এগুলো চর্চার তাগিদ দেওয়া হয়।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধু মানিক কুন্ডু, লক্ষ্মণ মন্ডল, আবদুস সবুর, জহির হোসেন, শম্পা কোমল, রিফাত হাসনাত, বাধন পাল, সুমিত বসু, মাফিকুল ইসলাম, শ্যামল মন্ডল, শুভ বিশ্বাসসহ আরও অনেকে।
যুগ্ম সাধারণ সম্পাদক, ফরিদপুর বন্ধুসভা