যশোরের কেশবপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ২০ শিশুকে ঈদ উপলক্ষে রঙিন জামা উপহার দেওয়া হয়েছে। ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে ৩০ মার্চ উপজেলার রক্তকরবী উন্মুক্ত মঞ্চে এগুলো বিতরণ করা হয়।
সুমাইয়া (৩), বাবা ওসমান গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত, মা করিমন বিবি চোখে দেখতে পারেন না। ভাই মেহেদী তাকে নিয়ে এসেছিল কেশবপুর বন্ধুসভার ঈদ উপহার নেওয়ার জন্য। মেহেদী জানায়, তাদের এবার পরিবারের জামাকাপড় কিনে দেওয়ার মতো অবস্থা নেই। ছোট বোনের একটি জামা পেয়ে পরিবারের সবাই খুশি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেশবপুর বন্ধুসভার উপদেষ্টা স্বপন মন্ডল, প্রথম আলো কেশবপুর প্রতিনিধি দিলীপ মোদক, বন্ধুসভার সভাপতি দীপ্ত রায় চৌধুরী, সাবেক সভাপতি হোসাইন আহমেদ, সাংবাদিক শাহিনুর রহমানসহ অন্য বন্ধুরা।