আন্তহল বক্তৃতা প্রতিযোগিতার সেরা আয়োজক বন্ধুদের পুরস্কার

সভা শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

ছোট-বড় যেকোনো সফল আয়োজন শেষে আয়োজকদের চোখে পরিলক্ষিত হয় আনন্দ ও তৃপ্তির ছায়া। সেই আনন্দ ও তৃপ্তি একসঙ্গে ভাগ করে নিতে ৭ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শিরোনামে বক্তৃতা প্রতিযোগিতার সমাপনী বৈঠক ও সাধারণ সভা।

এর আগে গত ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় মাসব্যাপী আন্তহল বক্তৃতা প্রতিযোগিতা ‘আমার চোখে বঙ্গবন্ধু’। হলগুলোতে প্রতিযোগিতা চলাকালে শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলো প্রশংসা করেন আয়োজনের। ২৮ আগস্ট জহির রায়হান মিলনায়তনের সেমিনারকক্ষে চূড়ান্ত পর্বের মাধ্যমে পর্দা নামে মাসব্যাপী এ প্রতিযোগিতার।

সভায় জাবি বন্ধুসভার আগামী দিনগুলোর কার্যপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সুষ্ঠুভাবে আয়োজন পরিচালনায় সহযোগিতা করার জন্য আহ্বায়কদের বিচারের ভিত্তিতে প্রতিযোগিতার সেরা ৮ আয়োজককে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। সেরা ৮ আয়োজক হলেন রাফিদ, রেজনান, স্পন্দন, হামিম, নওরীন, আকিব, কাউসার ও সালমান।

এ ছাড়া চা-চক্রের পাশাপাশি স্বল্প পরিসরে উপস্থাপনা কর্মশালা এবং ছাত্রজীবনে কীভাবে সময়ের যথাযথ ব্যবহার ও দক্ষতা বৃদ্ধি করা যায়, তা নিয়ে বন্ধুদের মধ্যে সুদীর্ঘ আলোচনা হয়। ভালো আয়োজনের মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে চান বন্ধুরা।

সাধারণ সভায় উপস্থিত ছিলেন জাবি বন্ধুসভার সভাপতি হামিদা জান্নাত মণি, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মুন্না, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার অন্তর, অর্থ সম্পাদক তাবাসসুম রিচিকা, ক্রীড়া সম্পাদক রবিউল সানিসহ অন্য বন্ধুরা।

বন্ধু, জাবি বন্ধুসভা