‘বাংলাদেশের সত্তার অন্বেষা’ বই নিয়ে পাঠের আসর

পাঠের আসর শেষে জাবি বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

প্রচণ্ড গরম ও রৌদ্রোজ্জ্বল দিন; তবু বই পড়ার প্রতি আগ্রহ ও ভালোবাসা থেকে ২৬ জুন বিকেল পাঁচটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা একত্রিত হোন পাঠচক্রের উদ্দেশে। পাঠচক্র শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে বিদ্যুৎ চলে যায়, প্রচণ্ড গরমে বন্ধুরা বসে ছিল বই পড়ার অপেক্ষায়। অবশেষে বিদ্যুৎ ছাড়াই শুরু পাঠের আসর।

আকবর আলী খানের লেখা ‘বাংলাদেশের সত্তার অন্বেষা’ বইটি ছিল পাঠচক্রের আলোচ্য বই। বইটিতে লেখক বাংলা, বাঙালি ও বাংলাদেশের প্রাচীন ইতিহাস থেকে শুরু করে প্রাচীন আমলের বাংলা ও বাংলার শাসনকর্তা, ১৯৪৭ ও ১৯৭১ সালের দেশ বিভাজন এবং ধর্ম ও ইতিহাস তুলে ধরেছেন।

আলোচক হিসেবে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার কার্যকরী সদস্য পারভেজ মোশাররফ। তিনি খুব সাবলীলভাবে বইটির আলোচ্য বিষয়গুলো ও সারসংক্ষেপ সবার সামনে তুলে ধরেন। পারভেজ মোশাররফ বলেন, ‘ইতিহাস হচ্ছে এমন একটি বিষয়, যেটি কোনো কিছুর প্রতি আপনার আগ্রহ যেমন বাড়িয়ে দিতে পারে, তেমনই কোনো কিছু থেকে আপনার আগ্রহও সরিয়ে নিতে পারে। আমাদের সবার উচিত নিজেদের অতীত সম্পর্কে জ্ঞান অর্জন করা ও ইতিহাস ভিত্তিক বই পড়া।’

সহসভাপতি তাবাসসুম রিচিকা বলেন, ‘আজকের পাঠচক্রের আলোচিত বিষয়ের মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি, কীভাবে বাংলাদেশের অন্বেষণের পেছনে ধর্ম ও উপনিবেশিকতা অবদান রেখেছে। এ ছাড়াও আরও অনেক অজানা তথ্য ও ইতিহাস সম্পর্কে অবগত হয়েছি।’

পাঠচক্র শেষে অনুষ্ঠিত হয় মাসিক সাধারণ সভা। যেখানে আগামী ২৯ জুনের ফল উৎসবসহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সবাই আলোচনা করেন এবং মতামত দেন।

পাঠচক্র ও সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন সভাপতি সুমাইয়া জামান, সাধারণ সম্পাদক অনুপ সরকার, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক আরিফুল দিপু, বন্ধু অরিত্র গুহ, অরুপা রহমান, তাসনিয়া ধ্রুতি, ইসতিয়াক আহমেদ, নাজমুল হাসানসহ অন্যান্য বন্ধুরা।

বন্ধু, জাবি বন্ধুসভা