সোনাগাজীতে শীতার্তদের ফেনী বন্ধুসভার কম্বল বিতরণ

ফেনী বন্ধুসভার দেওয়া কম্বল উপহার পেয়ে শীতার্তদের আনন্দছবি: বন্ধুসভা

ফেনীর সোনাগাজী উপজেলার তিনটি ইউনিয়নের দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে ফেনী বন্ধুসভা। গত ৩ ফেব্রুয়ারি উপজেলার দক্ষিণ পূর্ব চর চান্দিয়া এলাকায় আজিজুল হক মায়মুন আরা উচ্চবিদ্যালয়ে এগুলো বিতরণ করেন বন্ধুরা। কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী।

কম্বল নিতে আসা চর খোন্দকার জেলেপাড়ার বাসিন্দা রীনা রানী জলদাস জানান, এ বছর জেলেপাড়া এলাকায় অনেক সংগঠনের পক্ষ থেকে কম্বল দিয়েছে। কিন্তু তিনি একটিও পাননি। প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে একটি কম্বল পেয়ে শীতের সময়ে ছোট নাতিকে নিয়ে আরামে ঘুমাতে পারবেন।

সোনাগাজীতে শীতার্তদের ফেনী বন্ধুসভার কম্বল বিতরণ
ছবি: বন্ধুসভা

সুফিয়া বেগম নামের এক বৃদ্ধা কম্বল পেয়ে খুশি হয়ে বলেন, ‘এই কম্বলখানি আঁর বহুত উপকারে আঁইব, তোন্ডার লাই দোয়া করি। অনেক বড় হও।’

বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায়, প্রথম আলো ফেনী প্রতিনিধি আবু তাহের, সোনাগাজী প্রতিনিধি আমজাদ হোসাইন, ফেনী বন্ধুসভার উপদেষ্টা শেখ নুর উদ্দিন চৌধুরী, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সমর দাস, চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. রফিক, আজিজুল হক মায়মুন আরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র মজুমদার, ফেনী বন্ধুসভার সভাপতি বিজয় নাথ, কার্যনির্বাহী সদস্য শেখ আশিকুন্নবী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান চৌধুরী, ফারজানা আহমেদ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, অর্থ সম্পাদক ফাতিহা জান্নাত, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক নুর উদ্দিন ভূঁঞা প্রমুখ।

কর্মসূচিতে সহযোগিতা করে শেখ নুরুল্লাহ স্মৃতি ফাউন্ডেশন এবং বন্ধুদের সঙ্গে বিতরণে সহায়তা করেন স্থানীয় স্বেচ্ছাসেবকেরা।

কার্যনির্বাহী সদস্য, ফেনী বন্ধুসভা