চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাহিত্য আড্ডা
‘সাহিত্য চর্চা করতে হলে প্রথমেই যে জিনিসটি করা দরকার, তা হলো উপলব্ধি। সাহিত্য চর্চা করতে হলে লেখকের থাকতে হয় ষষ্ঠ ইন্দ্রিয়। অর্থাৎ, চিন্তার অনুভব। এই ষষ্ঠ ইন্দ্রিয় বাকি পাঁচটির মতো সৃষ্ট নয়, এটাকে সৃষ্টি করতে হয়। আর সেই উপলব্ধিজ্ঞান অর্জন করতে হলে প্রচুর পড়তে হবে, জানতে হবে, দেখতে হবে।’
চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাহিত্য আড্ডায় এসব কথা বলেন বক্তারা। গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনারে এটি অনুষ্ঠিত হয়। আড্ডায় বন্ধুরা কবিতা আবৃত্তি, গান পরিবেশন ও সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
স্বরচিত কবিতা ‘খেজুরে প্রেম’ ও ‘ইচ্ছা’ আবৃত্তি করেন সাংস্কৃতিক সম্পাদক কবি আনিফ রুবেদ, ‘বীরত্বের প্রতিদান’ আবৃত্তি করেন বন্ধু আসেফ উৎস। বন্ধুদের উদ্দেশে শিক্ষণীয় ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপদেষ্টা আনোয়ার হোসেন ও আজিজুর রহমান।
আড্ডায় আরও উপস্থিত ছিলেন সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসভাপতি ফারাহ উলফাৎ রহমান, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান ও বন্ধু রিফাত বিন হুদাসহ অন্যরা।
সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা