ফিরিয়ে আনি দেশের রূপ, দেশটা আমাদের সবার। দেশ সংস্কারের দায়িত্বও আমাদের। আমরাই আগামীর ভবিষ্যৎ।
৫ আগস্ট সরকার পতনের পর দেশে যখন অরাজকতার সৃষ্টি হয়, তখনই সিদ্ধান্ত নিই দেশ গোছাতে কাজ শুরু করতে হবে। এলাকার বন্ধুদের সঙ্গে আলাপ করে পরদিনই কাজে নেমে পড়ি।
প্রথমেই আমাদের এলাকা থেকে শহরের প্রবেশমুখ সংস্কারের পদক্ষেপ নিই। ঘাটারচর পুলিশ বক্সের আঙিনা পরিষ্কার, ব্লক হয়ে থাকা রাস্তা থেকে ভাঙা ভাস্কর্য সরানো, রাস্তা থেকে ইট-পাথরসহ নানা আবর্জনা পরিষ্কার, রাস্তার ওপরে চলে আসা গাছ ছাঁটাই, রাস্তার পাশের বিভিন্ন গর্ত ভরাট ও ভেঙে যাওয়া রাস্তা চলাচলের উপযোগী করা এবং এলাকাবাসীর পক্ষ থেকে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়া হয়।
কাজগুলো সামান্য হলেও এর থেকে পাওয়া আনন্দ অপরিসীম। প্রত্যেকেই ভালো কাজ করতে চায়। কিন্তু শুরুটা করতে ভয় পায়। একবার কাজ শুরু করে দিন, দেখবেন হাজারো মানুষ আপনার পাশে এসে দাঁড়িয়েছে। আমরা কাজ করতে গিয়ে সেই উপলব্ধি পেয়েছি।
কাজ শুরু করি মাত্র ৯ জন মিলে। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ কোথায় থেকে যেন অসংখ্য মানুষ চলে আসেন। তাঁরাও আমাদের সঙ্গে সংস্কারের কাজে হাত লাগান। এক পথচারী জানান, দেশের জন্য তরুণদের নিবেদন দেখে তিনি মুগ্ধ। কেউ কেউ নানা উপদেশও দেন।
যুগ্ম সাধারণ সম্পাদক, কেরানীগঞ্জ বন্ধুসভা