‘সারা দেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহের হার অনেক বেশি। এখানে বাল্যবিবাহের পাশাপাশি বিবাহবিচ্ছেদের হারও উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে নারীরা নানা রকম সামাজিক ও মানসিক সমস্যার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন। বাল্যবিবাহের কারণে অল্প বয়সে নারীরা গর্ভধারণ করছেন। ফলে মাতৃমৃত্যুর হার বাড়ছে। আমাদের সমাজ থেকে বাল্যবিবাহ সম্পূর্ণরূপে প্রতিরোধ করা প্রয়োজন। এ জন্য দরকার জনসচেতনতা।’
চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধী শিশু, কিশোর-কিশোরীর অধিকারবিষয়ক কমিউনিটি সংলাপে এ কথা বলেন সভাপতি আরাফাত মিলেনিয়াম। ১৩ জানুয়ারি বিকেলে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভগবানপুর গ্রামে এটি অনুষ্ঠিত হয়। সহযোগিতা করেছে ইউনিসেফ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন।
গ্রামের একটি আমবাগানে অনুষ্ঠিত এ সংলাপে অংশ নেন স্থানীয় নারীরা। আরও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক মাশরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান ও স্থানীয় প্রতিনিধি চম্পা বেগম।
অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ প্রতিরোধে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মো. আসাদুজ্জামান, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানসহ অন্যরা।
সাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা