‘নিজের চলার পথ নিজেকেই তৈরি করে নিতে হবে’

দিনাজপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বাস
ছবি: বেলালুর রহমান

‘সবার জীবনে পড়াশোনা চালিয়ে যাওয়ার পথ সহজ হয় না। পারিবারিক নানা অভাব-অনটনে আমিও বহুবার থমকে গেছি, তবু হাল ছাড়িনি। ভালো ফল নিয়ে এবারে এসএসসি পাস করি। মা-বাবা, আত্মীয়স্বজন সবাই বেশ খুশি। তাই আজ সবার মাঝে বলছি, নিজের চলার পথ নিজেকেই তৈরি করে নিতে হবে, কেউ এটা তৈরি করে দেবে না।’ ১৯ সেপ্টেম্বর দিনাজপুর জেলায় শিখো-প্রথম আলো কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এভাবেই অনুভূতি প্রকাশ করে দিনাজপুর সেন্ট ফিলিপস হাইস্কুলের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী নাতাশা জামান। দিনাজপুর গোর-এ-শহীদ বড় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সকাল থেকে আকাশ মেঘলা ছিল। কিছুক্ষণের মধ্যে ভারী বৃষ্টি এসে সব এলোমেলো করে দেয়। আবার মুহূর্তের মধ্যেই সবকিছু গুছিয়ে নিয়ে নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু করে দেন বন্ধুসভার বন্ধুরা। সকাল নয়টা থেকে বিভিন্ন উপজেলা থেকে আসতে শুরু করে শিক্ষার্থী ও অভিভাবকেরা। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমন্ত্রণপত্র দেখিয়ে তারা সংগ্রহ করে উপহারসামগ্রী। সবার মুখে উচ্ছ্বাস-আনন্দের ঝিলিক।

স্মৃতির অ্যালবামে উচ্ছ্বাসের মুহূর্তগুলো জমিয়ে রাখা
ছবি: বেলালুর রহমান

সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল পর্ব শুরু হয়। স্বাগত বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি শৈশব রাজু বলেন, ‘দিনাজপুরের গর্ব তোমরা। তিন “ম”, অর্থাৎ মুখস্থ, মিথ্যা ও মাদক থেকে সব সময় দূরে থাকবে। সবার জন্য রইল শুভকামনা।’

শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখো ও প্রথম আলোর যৌথ উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স ম আবদুস সামাদ আজাদ বলেন, ‘তথ্যপ্রযুক্তির অবাধ স্বাধীনতা আমাদের কাছে। কিন্তু তা অবশ্যই সঠিক কাজে ব্যবহার করতে হবে। জীবন চলার পথে প্রথম স্তম্ভ পার হয়েছ। আরও কয়েকটি স্তম্ভ বাকি আছে। এ প্লাস পাওয়া বড় কথা নয়। জীবনে সাধারণ শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে হবে।’

আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান আবদুল জলিল আহমেদ, বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাসুদুল হক, শিক্ষক ফজলুর রহমান, রায়হানুল ইসলাম, শাহজাহান সাজু, প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান ও সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম। অনুষ্ঠানে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শহীদুল মান্নাফ কবীর উপস্থিত শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলার শপথবাক্য পাঠ করান। এ সময় শিক্ষার্থীরা দাঁড়িয়ে হাত তুলে মাদককে ‘না’ বলার শপথ নেয়।

বীরগঞ্জ উপজেলার ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতন থেকে আসা কৃতী শিক্ষার্থী অপূর্ব রায় জানায়, বৃষ্টির মধ্যেই বন্ধুরা মিলে সকালবেলা রওনা হয়ে সংবর্ধনা নিতে এসেছে। এখানে এসে খুবই ভালো লাগছে তার। কারণ, সবাই একই ব্যাচ; অনেক পুরোনো বন্ধুর সঙ্গেও দেখা হলো। সব মিলিয়ে চমৎকার আয়োজন।

যাদের পরিশ্রমে সংবর্ধনা অনুষ্ঠান পেয়েছে পূর্ণতা, বন্ধুসভার বন্ধুরা
ছবি: বেলালুর রহমান

ঘোড়াঘাট উপজেলার বরাতীপুর মডেল উচ্চবিদ্যালয়ের জ্যোতির্ময় চক্রবর্তী বলে, ‘শিখো ও প্রথম আলো আমাদের জন্য এত বড় আয়োজন করেছে, না এলে বুঝতে পারতাম না। সংবর্ধনা পেয়ে বেশ ভালো লাগছে।’

অতিথিদের মূল্যবান আলোচনা ও বন্ধুসভার বন্ধুদের অংশগ্রহণে নাচ, গান ও আবৃত্তিতে জমে ওঠে আয়োজন। আয়োজন সফল করতে দিনাজপুর বন্ধুসভার সঙ্গে যুক্ত হয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও পার্বতীপুর বন্ধুসভার বন্ধুরা।

দিনাজপুর বন্ধুসভার উপদেষ্টা চিকিৎসক ডি সি রায় শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, ‘মেধাবী শিক্ষার্থীদের একটা বদনাম আছে, তারা নাকি স্বার্থপর হয়। এখানে তোমরা সবাই মেধাবী। তোমরা আরও ভালো ফল করো, আলোকিত মানুষ হও এবং সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষদের মধ্যে আলো ছড়িয়ে দাও। আগামীর সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য সবাই দুর্জয় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো এবং সবাই বিজয়ী হও। সবার জন্য শুভকামনা।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন দিনাজপুর বন্ধুসভার সভাপতি মুনিরা শাহনাজ চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক প্রমথেশ শীল, বন্ধুসভার সহসভাপতি সাব্বির হাসান, সুব্রত সরকার, সাংগঠনিক সম্পাদক সুদর্শন চন্দ্র অধিকারী, দপ্তর সম্পাদক বেলালুর রহমান, অর্থ সম্পাদক সাদিয়া আফরোজ, বন্ধু মোহাম্মদ আলী, প্রমথ, শাহিন, ইশতিয়াক, অনুপ রায়, বীথি জামান, মনোরঞ্জন সিংহ, দিপু রায়, বিপ্লব রায়, রাকিব ইসলাম, সাবিত হোসাঈন, ব্রততী বিশ্বাস, সুম্মা মেসবাহুন, সদীপ্ত কুমার রায়, আসলাম হোসেন, আফিফ হোসেন, রাকিবুল হাসান, সৌরভ রায়, সাদিয়াতুত তায়্যেবা অহনাসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা