ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা
সাংগঠনিক সভা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
সভায় আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নানাবিধ বিষয় আলোচনা করা হয়। বক্তব্য দেন সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক আনমুন জেসমিন। অন্যান্য বন্ধুও তাঁদের অভিমত ব্যক্ত করেন।
সভা শেষে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন বন্ধুরা। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ইফাদ হাসান, দপ্তর সম্পাদক মাকসূদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সাহিদুর রহমানসহ আরও অনেকে।
সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা