সব সময় সঠিক এবং নির্ভুল তথ্য তুলে ধরে প্রথম আলো

গোপালগঞ্জের বটতলা অনুনাদ কালচারাল একাডেমির হলরুমে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনছবি: বন্ধুসভা

‘প্রথম আলো একটি প্রগতিশীল রুচিসম্মত পত্রিকা। তারা সব সময় সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরে। প্রথম আলো থেকে মানুষ সঠিক তথ্য পায় বলেই এর প্রতি মানুষের আকাঙ্ক্ষা বেড়েছে।

প্রথম আলো কেবল একটি সংবাদপত্র নয়, রাষ্ট্র ও সমাজে শুভ, কল্যাণসচেষ্ট একটি প্রতিষ্ঠান। দেশের তরুণসমাজের বিপুল পাঠকগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশ প্রথম আলোর। তারা এ দেশের ভবিষ্যতের নির্মাতা। তাদের রুচি, মেধা ও মূল্যবোধের ওপরই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ কতটা উজ্জ্বলতর হবে।

গোপালগঞ্জে ৭ নভেম্বর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক আহমেদুল কবীর। বটতলা অনুনাদ কালচারাল একাডেমির হলরুমে এটির আয়োজন করে গোপালগঞ্জ বন্ধুসভা।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। গোপালগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক ফারদুল্লাহ লস্করের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি নুতন শেখ।

অনুনাদ কালচারাল একাডেমির প্রতিষ্ঠাতা প্রদ্যোত রায় বলেন, ‘তরুণ প্রজন্মকে জ্ঞান ও তথ্যনির্ভর একবিংশ শতাব্দীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রথম আলো বরাবরই সক্রিয়। এসব কার্যক্রম আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বিশ্বমানের সক্রিয় নাগরিক বিনির্মাণই হোক আমাদের লক্ষ্য।’

গোপালগঞ্জ বন্ধুসভার সভাপতি ইয়াছিন আরাফাত বলেন, ‘ভালোর সঙ্গে আলোর পথে প্রথম আলোর পথচলার ২৬ বছর পূর্তিতে অনেক শুভেচ্ছা। আমি প্রথম আলো বন্ধুসভার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। বন্ধুসভার এ সামাজিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হোক, এই আশা করি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক মিন্টু হকসহ অন্যরা।

সাধারণ সম্পাদক, গোপালগঞ্জ বন্ধুসভা