শুরু হচ্ছে প্রযুক্তিবিষয়ক ধারাবাহিক লাইভ শো

প্রযুক্তিবিষয়ক ধারাবাহিক লাইভ শো। বিশ্বখ্যাত ব্র্যান্ড অনার মোবাইলের সঙ্গে বন্ধুসভা যৌথভাবে এই শো আয়োজন করছে।

বন্ধুসভার বন্ধুদের তথ্যপ্রযুক্তি বিষয়ে আগ্রহী করে তুলতে এবং প্রযুক্তির বিভিন্ন বিষয় সম্পর্কে জানাতে, প্রথম আলো বন্ধুসভা প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ধারাবাহিক টেক শো। যেখান থেকে এআইসহ প্রযুক্তিবিষয়ক বিভিন্ন বিষয় শেখা যাবে। বিশ্বখ্যাত ব্র্যান্ড অনার মোবাইলের সঙ্গে বন্ধুসভা যৌথভাবে এই শো আয়োজন করছে।

ভার্চ্যুয়াল এই টেক শো অনুষ্ঠিত হবে প্রতি সপ্তাহের বুধবার রাত ৮টা ৩০ মিনিটে। বন্ধুসভার ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ অতিথিরা প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। শিক্ষা থেকে ব‍্যবসা, প্রযুক্তির কৌশলের ব‍্যবহার থেকে নতুন ডিভাইসের আপডেট, সফটওয়্যার, নানা অ্যাপ এবং এগুলো ব‍্যবহার করে অর্থ উপার্জনের উপায়—সবকিছু নিয়ে আলাপ হবে বিভিন্ন পর্বে।

বুধবার অনুষ্ঠিত হবে টেক শো-এর প্রথম পর্ব। আলোচক হিসেবে থাকবেন কনটেন্ট ক্রিয়েটর ও এআই ইনস্ট্রাক্টর ওবায়দুর রহমান। সঞ্চালনা করবেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি ও জনপ্রিয় উপস্থাপক মৌসুমী মৌ। আলোচনার বিষয়: ‘ইউটিউব, টিকটক অ্যান্ড বিয়ন্ড: আর্নিং অ্যাজ আ ডিজিটাল ক্রিয়েটর’।

লাইভ শোটির প্রতিটি পর্বে থাকবে অনারের বিভিন্ন প্রোডাক্ট কিংবা প্রযুক্তিবিষয়ক বিশেষ টেক কুইজ। প্রতি পর্বে কুইজে অংশগ্রহণকারী ভাগ্যবান একজন বিজয়ী জিতে নেবেন অনার এক্সসেভেন লাইট ইয়ারবাডস।

কুইজে অংশগ্রহণ ও পুরস্কারপ্রাপ্তির নিয়মাবলি
লাইভের কমেন্টে সঠিক উত্তর লিখতে হবে এবং পাঁচজন ফেসবুক বন্ধুকে মেনশন দিতে হবে।
লাইভ ভিডিও নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করতে হবে। যাঁর শেয়ার করা ভিডিওতে সবচেয়ে বেশি এনগেজমেন্ট হবে, তিনিই হবেন ভাগ্যবান বিজয়ী।

এ ছাড়া বেশ কয়েকটি বিশেষ মেগা কুইজ শোর আয়োজন করা হবে। যেখানে বিজয়ীরা উপহার হিসেবে পেতে পারেন অনার স্মার্টফোন।