‘সমাজকে এগিয়ে নিতে নারীদের অবদান অনস্বীকার্য। নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনকারীদের স্বল্প সময়ের মধ্যে বিচার কার্যক্রম শেষ করে শাস্তি নিশ্চিত করা একান্ত প্রয়োজন,’ কথাগুলো বলছিলেন খুলনার পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. রফিকুল ইসলাম।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ বিকেলে আলোচনা সভার আয়োজন করে খুলনা বন্ধুসভা। প্রথম আলোর খুলনা অফিসে এটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সহসভাপতি এম এম মাসুম বিল্ল্যাহ।
উপদেষ্টা তারকচাঁদ ঢালী বলেন, ‘নারী মানে পরি, নারী মানে মা, নারী মানে বোন; পুরুষের সফলতার পেছনে কোনো না কোনো নারীর অবদান রয়েছে। তাঁদের ছোট করে দেখার কোনো সুযোগ নেই।’
সভায় অতিথি হিসেবে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আয়শা আক্তার। তিনি বলেন, ‘আজ নারী শুধু পরিবারের নয়, সমাজ ও জাতির অগ্রগতির অন্যতম চালিকা শক্তি। সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করলেই সত্যিকারের উন্নয়ন সম্ভব। নারী-পুরষ একসঙ্গে এগিয়ে গেলে তবেই সুন্দর ভবিষ্যৎ গড়া যাবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মমিন মাহমুদ, উপদেষ্টা শেখ আল এহসান, অধ্যাপক তুহিন রায়, সভাপতি কাজী মাসুদুল আলম, সহসভাপতি অমিত সরদার, সাধারণ সম্পাদক আসফিক আহমাদ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক পাপন কংসবণিক, ফারজানা যূথী, সাংগঠনিক সস্পাদক মোহা. রহমাতুল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক মিতা মাহমুদ, অর্থ সম্পাদক ইমন মিয়া, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জুঁই আক্তার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শাফায়েত হোসেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক অনির্বাণ সরকার, বন্ধু আবু হানিফা, খোশ নসিবসহ আরও অনেকে।
সাংগঠনিক সম্পাদক, খুলনা বন্ধুসভা