বর্ষবরণ উৎসবে তিন গুণীকে যশোর বন্ধুসভার সম্মাননা প্রদান

যশোর বন্ধুসভার উদ্যোগে চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠানছবি: বন্ধুসভা

চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠান করেছে যশোর বন্ধুসভা। ১৩ এপ্রিল বিকেলে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তিন গুণীজনকে সম্মাননা জানানো হয়।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোষ্ঠ চন্দ্র পাল। গ্রামীণ ঐতিহ্যবাহী মৃৎশিল্প সম্প্রসারণে বিশেষ অবদান রাখায় তাঁকে বিশেষ সম্মাননা জানানো হয়েছে। তিনি ৫০ বছর ধরে মাটির তৈজসপত্র তৈরি করেন। ২০০৯ সাল থেকে মাটির টালি তৈরি করে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করছেন। এ ছাড়া হারমোনিয়াম তৈরির কারিগর যশোর শহরের বেজপাড়া এলাকার রতন বিশ্বাস ও খেজুরগাছি সিরাজুল ইসলাম খোকনকেও একইভাবে সম্মাননা জানানো হয়।

বাওলিয়া সংঘের বাউল গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বন্ধুসভার পাঠচক্র ও পাঠাগার সম্পাদক মনিরা খাতুন ‘সকাল’ কবিতা আবৃত্তি করেন। সঞ্চালনা করেন প্রথম আলো যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম ও বন্ধুসভার বন্ধুরা।

স্থানীয় সরকার অধিদপ্তর যশোরের উপপরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান গুণীজনদের হাতে সম্মাননা স্মারণ তুলে দেন। এ সময় তাঁদের সম্মানসূচক উত্তরীয় পরিয়ে দেন তিনি।

বন্ধুসভার বন্ধুরা নতুন রঙিন হাঁড়িতে করে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী খাবার বাতাসা, কদমা ও নকুলদানা পৌঁছে দেন দর্শকের হাতে হাতে।

সাধারণ সম্পাদক, যশোর বন্ধুসভা