‘প্রথম আলো বন্ধুসভা আমাদের নৈতিকতা ও দক্ষতার শিক্ষা দেয়। বন্ধুসভা আমাদের সাংগঠনিকভাবে দক্ষ ও যোগ্য করে তোলে।’
গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে ফরিদপুর বন্ধুসভার সাংগঠনিক সভায় এ কথা বলেন সভাপতি লক্ষ্মণ চন্দ্র মন্ডল। প্রথম আলো ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালার ব্যক্তিগত কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক সুব্রত পাল বলেন, ‘আমরা এমন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত, যেটি দেশের অন্যতম সেরা সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। আমাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। কথা ও কাজের সমন্বয় থাকতে হবে। কাজের কোনো ছোট-বড় নেই। কাজ কাজই। যে কাজই করি না কেন, তা যেন মন দিয়ে করি।’
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধু বাধন পাল, রিফাত হাসনাত, সজীব দত্ত, সজীব পাল ও শুভ কুমার বিশ্বাস।
যুগ্ম সাধারণ সম্পাদক, ফরিদপুর বন্ধুসভা