শহীদ আসাদ স্মরণে প্রদীপ প্রজ্বালন

শহীদ মিনারে বন্ধুদের প্রদীপ প্রজ্বালন
ছবি: বন্ধুসভা

বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাসে শহীদ আসাদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। তাঁর এই আত্মত্যাগ স্বৈরশাসনবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গতকাল শুক্রবার ছিল শহীদ আসাদ দিবস। এদিন তাঁর স্মরণে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়সংলগ্ন জেলা শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বালন করেছেন হবিগঞ্জ বন্ধুসভার বন্ধুরা।

বিকেলে আলোচনা সভার শুরুতেই নতুন কার্যকরী কমিটির সদস্যরা একে অপরের সঙ্গে পরিচিত হন। এরপর বক্তব্য দেন হবিগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা হাফিজুর রহমান, হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মৌমিতা দত্ত, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক তৃষ্ণা রানী, প্রচার সম্পাদক সজীব রায়, ম্যাগাজিন সম্পাদক সত্যপ্রসাদ রায়, পরিবেশবিষয়ক সম্পাদক জনি রায়, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন চন্দ্র শীল, দপ্তর সম্পাদক অর্ণালী পাল, বন্ধু অর্পিতা বনশ্রী ও নিলয় চন্দ্র তালুকদার।

পরবর্তী সময়ে শহীদ আসাদ স্মরণে ‘আসাদের শার্ট’ কবিতা আবৃত্তি করেন নিছপা আক্তার। সামিয়া এ রহমান আবৃত্তি করেন ‘আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই’ কবিতাটি। সজীব দেবনাথ ও আবদুল হাকিম একটি পাঠচক্র পরিচালনা করেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সামিয়া এ রহমান।

সভা শেষে জেলা শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ আসাদকে স্মরণে রেখে দেশ ও মাতৃকার সেবায় বন্ধুরাও যেন কাজ করে যেতে পারি, সে প্রত্যয় ব্যক্ত করে প্রদীপ প্রজ্বালন করা হয়।

সভাপতি, হবিগঞ্জ বন্ধুসভা