ক্যারিয়ার সম্পর্কে সচেতন করতে ‘ক্যারিয়ার আড্ডা’

দিনাজপুর বন্ধুসভার ‘ক্যারিয়ার আড্ডা’ প্রথম পর্বছবি: বন্ধুসভা

ক্যারিয়ার ব্যক্তিজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আর ক্যারিয়ার আড্ডার মাধ্যমে মানুষ নিজের ক্যারিয়ার কীভাবে গঠন করা যায়, সে সম্পর্কে সুন্দর জ্ঞান পেতে পারে। যা হতে পারে কর্মজীবনের পথপ্রদর্শক।

তাই বন্ধুদের মধ্যে সৃজনশীল মনোভাব সৃষ্টি ও সঠিক ক্যারিয়ার নির্বাচন সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য দিনাজপুর বন্ধুসভা এবার আয়োজন করেছে ‘ক্যারিয়ার আড্ডা’। ৩ ফেব্রুয়ারি বেলা ৪টায় প্রথম আলোর দিনাজপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়।

প্রথম আলোর প্রতিনিধি শৈশব রাজুর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আড্ডার সূচনা হয়। তিনি বলেন, ‘এই মহৎ পদক্ষেপ আমাদের জন্য নতুন আশার প্রদীপ সঞ্চার করবে। আমরা আমাদের মূল্যবান সময় এদিক–ওদিক না নষ্ট করে অফিসে কয়েকজন একত্র হয়ে একটি ঘণ্টা সময় দিলেও অন্যদের থেকে নিজেকে এগিয়ে রাখতে পারবে। একটি বিষয়ের ওপর একে অপরের আলোচনার মাধ্যমে তা বিস্তারিত জানতে পারব। আমরা একেকজন একেক বিষয়ে দক্ষ। এ ক্ষেত্রে একেক দিন একেক বন্ধু ভিন্ন ভিন্ন আলোচনা করলে সবাই উপকৃত হতে পারব।’

ক্যারিয়ার আড্ডাকে দিনাজপুর বন্ধুসভা ২০২৪ কার্যনির্বাহী কমিটির নতুন দিগন্তের সূচনা উল্লেখ করে সহসভাপতি সুব্রত সরকার বলেন, ‘আমরা যারা শিক্ষার্থী আছি, আমাদের জন্য বন্ধুসভা এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে শেখার অনেক কিছু রয়েছে।’

প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি শৈশব রাজুর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আড্ডার সূচনা হয়
ছবি: বন্ধুসভা

এই আড্ডা ধারাবাহিকভাবে আয়োজন করা হবে জানিয়ে তিনি জানান, পর্বগুলোতে থাকবে চাকরির পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে কোন ধরনের সমস্যার মোকাবিলা করি বা সম্মুখীন হতে পারি। তাই এগুলো থেকে আগেই আমাদের মধ্যে একটা প্রস্তুতি গ্রহণ করে নিজেদের তৈরি করা। যাতে পরবর্তী সময়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়। পর্বগুলোর মধ্যে থাকবে বিষয়ভিত্তিক আলোচনা; যেমন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ইত্যাদি নিয়ে আলোচনা। বিভিন্ন চাকরি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রত্যেক বন্ধুর এসবের প্রয়োজনীয়তা রয়েছে। ক্যারিয়ার আড্ডা ধারাবাহিকভাবে চলতে থাকলে আমরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে অনেক এগিয়ে যেতে পারব।

সভাপতি শুভ রায় বলেন, ‘সংগঠনে এসে সাংগঠনিক কার্যক্রমগুলোর পাশাপাশি প্রতি মাসের কয়েকটি সেশন থাকুক নিজের ক্যারিয়ারের জন্য। যাঁরা সংগঠনের সঙ্গে জড়িত, তাঁরা সংগঠনে এসে সময় নষ্ট করি—প্রতিনিয়ত এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়। এবার ধারণা পাল্টাক। বন্ধুদের উপস্থিতি বাড়ুক, বন্ধুরা সাংগঠনিক আচরণের পাশাপাশি নিজেদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন হোক।’

ক্যারিয়ার আড্ডার প্রথম পর্ব সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুদর্শন চন্দ্র অধিকারী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন সিংহ, প্রশিক্ষণ সম্পাদক বিপ্লব চন্দ্র রায়, বন্ধু সাব্বির হাসান, বেলালুর রহমান, বিরোশ প্রমুখ।

মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা