৭ মার্চের ভাষণ থেকে যাবে মহাকালের রথচক্রে

জাতীয় উদ্ভিদ উদ‍্যানে মিরপুর বন্ধুসভার পাঠচক্রছবি: বন্ধুসভা

১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার সোহরাওয়ার্দী উদ‍্যানে ১০ লক্ষাধিক লোকের সামনে ১৯ মিনিটের যে ভাষণ দেন, তা পৃথিবীর ইতিহাসে অন‍্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ ভাষণে সাড়ে সাত কোটি বাঙালির অধিকার আর মুক্তির কথা প্রতিফলিত হয়েছে। পরবর্তী সময়ে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি।

গত ৭ মার্চ বিকেলে ঢাকার মিরপুর জাতীয় উদ্ভিদ উদ‍্যানে খায়রুল আলম মনির রচিত ‘বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ’ বই নিয়ে পাঠচক্র ও আলোচনা সভা করে মিরপুর বন্ধুসভা। ৭ মার্চ ভাষণের পটভূমি নিয়ে আলোচনা করেন উপদেষ্টা মীর মোশারেফ অমি। ‘যে ভাষণে সৃষ্টি হয়েছে আজকের এই বাংলাদেশ’ বিষয় নিয়ে আলোচনা করেন প্রচার সম্পাদক যুবাইর বীন আহমদ ও মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক কানন হোসাইন।

৭ মার্চের তাৎপর্য নিয়ে তথ্যবহুল আলোচনা করেন সভাপতি অপূর্ব বড়ুয়া। তিনি বলেন, ‘৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে আমাদের দেশের স্বাধীনতাসংগ্রামের মূল চেতনা গ্রোথিত হয়েছে। আমরা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অন‍্যায় ও নিপীড়নের বিরুদ্ধে এ ভাষণের মাধ্যমে শক্তি সঞ্চার করতে পারি। প্রজন্মের পর প্রজন্ম চলে যাবে, ৭ মার্চের ভাষণ থেকে যাবে মহাকালের রথচক্রে। অন‍্যায়ের বিরুদ্ধে এ ভাষণ আমাদের বলদৃপ্ত করবে। এগিয়ে যাব আগামী দিনের উন্নত বাংলাদেশের প্রত‍্যাশায়। আমরা গড়ে তুলব সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ।’

সভাপতি, মিরপুর বন্ধুসভা