ভালো কাজ আত্মবিশ্বাসী হতে শেখায়

অতিথিদের সঙ্গে ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

সামাজিক, মানবিক ও সৃজনশীল কাজে গতিশীল নেতৃত্ব, দায়িত্বশীল আচরণ, সাংগঠনিক দক্ষতা ও সৃজনশীলতার জন্য প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে বন্ধুদের মূল্যায়ন করে থাকে ময়মনসিংহ বন্ধুসভা। এরই ধারাবাহিকতায় এ বছরও কাজের ভিত্তিতে চারজন বন্ধুকে সম্মাননা দেওয়া হয়। গত ১৭ নভেম্বর ময়মনসিংহ নগরীর এশিয়ান সংগীত জাদুঘরে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘সুধী সমাবেশ ও সেরা সম্মাননা’ অনুষ্ঠানে বন্ধুদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা।

সভাপতি সুব্রত কুমার সিংহের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক খালিদ হাসান সারা বছরের উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরেন। উপদেষ্টা তাপস মজুমদার বলেন, ময়মনসিংহ বন্ধুসভা সব সময়ই আলোর পথে ভালোর সঙ্গে থাকে। ভালো কাজ আত্মবিশ্বাসী মানুষ হতে শেখায়।

বন্ধুসভার প্রতি প্রত্যাশা ব্যক্ত করে বীর মুক্তিযোদ্ধা বিমল পাল বলেন, প্রথম আলো বন্ধুসভা সব সময় ভালো কাজের মাধ্যমে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ তথা বিশ্বকে এগিয়ে নিতে কাজ করছে। বন্ধুসভার বন্ধুদের ভালো কাজের মাধ্যমে বিশ্ব এক নতুন বাংলাদেশকে চিনবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপদেষ্টা আলী ইউসুফ, কবি শামসুল ফয়েজ, কবি সরকার আজিজ, চিন্তক আবুল কালাম আল আজাদ, বাউলশিল্পী রেজাউল করিম আসলাম প্রমুখ। বক্তারা ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুদের সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ড বিকাশে এবং নিজেদের সৃজনশীল মানুষ হওয়ার আহ্বান জানান। সমাপনী বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি কামরান পারভেজ।

আলোচনা পর্ব শেষে সেরা বন্ধুদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, উপদেষ্টা কামরান পারভেজ ও ছৈয়দ রায়হান উদ্দিন। ২০২৩ সালের সামষ্টিক কাজের ভিত্তিতে সেরা সংগঠক হয়েছেন খালিদ হাসান, সেরা বন্ধু মেহেদী হাসান, সেরা উদ্যমী বন্ধু হামিদুল হক এবং সেরা উপস্থিতি বন্ধু হয়েছেন ফজলে রাব্বি।

সবশেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। লোকগান পরিবেশন করেন বাউল ছফুর উদ্দিন, রাজকুমার দাশ ও তাঁর দল।

সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা