প্রভাতফেরিতে দিনাজপুর বন্ধুসভা
বাঙালি জাতীয়তাবাদের আন্দোলনের প্রথম পদক্ষেপ হিসেবে ২১ ফেব্রুয়ারি স্মরণীয় হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে আন্দোলনরত জনগণের ওপর পুলিশ গুলিবর্ষণ করে। ঘটনাস্থলেই নিহত হন রফিক, শফিক, বরকত, জব্বারসহ আরও অনেকে।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী ২১ ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে। এটি জাতীয় শহীদ দিবস হিসেবেও পরিচিত।
বুধবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিনাজপুর বন্ধুসভার বন্ধুরা প্রভাতফেরির মাধ্যমে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলি নিবেদন করেন।
২১ ফেব্রুয়ারির গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরে সভাপতি শুভ রায় বলেন, ‘আমরা সংগঠন করি, আমাদের অবশ্যই একুশের চেতনা লালন করতে হবে। আমাদের প্রত্যেকের জানতে হবে ভাষা আন্দোলন কী এবং কেন হয়েছিল।’
সহসাংগঠনিক সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা