ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রতিবাদ সভা

ঝিনাইদহ বন্ধুসভার প্রতিবাদ সভা
ছবি: বন্ধুসভা

প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছে ঝিনাইদহ বন্ধুসভা। ৩০ মার্চ দুপুর ১২টায় এটি অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক আব্দুল ওহাবের সঞ্চালনায় বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, ঝিনাইদহ বন্ধুসভার সভাপতি আবু রেজা ইমরান।

উপদেষ্টা সাকিব মোহাম্মদ দাবি জানান, গণমাধ্যমের ওপর থেকে ন্যক্কারজনক ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে বাতিল করতে হবে এবং শামসুজ্জামান শামসকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
উপদেষ্টা ইসহাক আলী বলেন, শুধু মতিউর রহমান কিংবা শামসুজ্জামান নন, সব সাংবাদিকের ওপর থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার করতে হবে।

এ ছাড়া নিন্দা জ্ঞাপন করেন বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক অতনু বিশ্বাস, জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক সৈয়দা লায়লাতুল ফেরদৌস, বইমেলাবিষয়ক সম্পাদক বিপাশা আহমেদ, প্রচার সম্পাদক সাজেদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ অন্য বন্ধুরা। সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

সাধারণ সম্পাদক, ঝিনাইদহ বন্ধুসভা