সিরাজগঞ্জে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে বর্ণাঢ্য আয়োজন

সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানছবি: বন্ধুসভা

আলোচনা সভা, নাচ, গান ও কবিতা আবৃত্তি পরিবেশনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে উদ্‌যাপিত হলো প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৮ নভেম্বর শহরের চাঁদপাল এলাকার আয়শা রশিদ বিদ্যানিকেতন মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সিরাজগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আবুল কাশেমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি আরিফুল গণি।

নৃত্য পরিবেশনা
ছবি: বন্ধুসভা

অতিথিদের মধ্যে বক্তব্য দেন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক আসলাম হোসেন, আয়শা রশিদ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক উদয় পাল ও সিরাজগঞ্জ বন্ধুসভার সভাপতি প্রদীপ সাহা।

আলোচনা পর্ব শেষে মনোমুগ্ধকর সব পরিবেশনায় অনুষ্ঠান মাতিয়ে তোলেন শিক্ষার্থী ও বন্ধুসভার বন্ধুরা। উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা আব্দুস সালাম, সহসভাপতি আবু সালেহ মুছা বন্ধু নাজমুল ইসলাম, রাসেল আহমেদ, নাইম হোসেন, আমিনা আক্তার, সাথী আক্তার, মরিয়ম আক্তার, রাশিদুল হাসান, জুনায়েদ বাবু, কাউসার আহমেদসহ অন্য বন্ধুরা।

বন্ধু, সিরাজগঞ্জ বন্ধুসভা