প্রথম আলো পাঠকদের সৃজনশীল হতে সাহায্য করে

মাগুরায় প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ
ছবি: বন্ধুসভা

‘প্রথম আলো প্রতিষ্ঠার পর থেকেই জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করে আসছে। তারা সত্য বলে। প্রথম আলো শুধু নির্ভীক সাংবাদিকতাই করে না, তারা আরও নানা কাজের সঙ্গে যুক্ত। এসবের মাধ্যমে প্রথম আলো পাঠকদের সৃজনশীল হতে সহযোগিতা করে।’ ১০ নভেম্বর মাগুরায় প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এ কথা বলেন।

জেলা শহরের এশিয়া কলেজ রোডের রংধনু পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করে মাগুরা বন্ধুসভা। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি কাজী আশিক রহমান। অতিথিদের মধ্যে বক্তব্য দেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আবু সাঈদ মোল্যা, মাগুরা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান, সাবেক ব্যাংক কর্মকর্তা এ বি এম আসাদুর রহমান, ব্যবসায়ী উত্তম কুমার সাহা ও সামাজিক সংগঠন সুপ্রভাত বাংলাদেশের সভাপতি ফারুক রেজা।

অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, ‘প্রথম আলো শুধু পত্রিকার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তারা কিশোর আলো, বিজ্ঞান চিন্তার মতো প্রকাশনার মাধ্যমে শিশু ও তরুণদের সৃজনশীল করে তুলছে। অনলাইন প্রকাশনার মাধ্যমে সারা পৃথিবীর বাংলা ভাষার মানুষের কাছে দেশের খবর পৌঁছে দিচ্ছে। আশা করি সামনের দিনে প্রথম আলো আরও এগিয়ে যাবে।’

সহযোগী অধ্যাপক আবু সাঈদ মোল্যা বলেন, প্রথম আলো সবার কথা ভাবে। একটা পরিবারের সব বয়সী পাঠকের খবর, শিক্ষা ও বিনোদনের চাহিদার কথা বিবেচনা করে পত্রিকা প্রকাশ করে। এ কারণে প্রথম আলো না পড়লে অনেক পাঠকের খবরের চাহিদা মেটে না।

বক্তারা আরও বলেন, ‘দেশের ও বৈশ্বিক নানা ধরনের সংকট ও চাপের মধ্যেও প্রথম আলো সাহসী সাংবাদিকতা করছে। দেশের সাধারণ মানুষের সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরছে।’ তাঁদের আশা, আগামী দিনে প্রথম আলো আরও ভালো করবে।