গোবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে ‘সহমর্মিতার ঈদ’

গোপালগঞ্জের লঞ্চঘাট এলাকায় গোবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে ঈদ উপহারসামগ্রী বিতরণছবি: বন্ধুসভা

ঈদের প্রকৃত সৌন্দর্য শুধু নিজের আনন্দ উদ্‌যাপনেই নয়, বরং সেই আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ায়। সহমর্মিতা হলো সেই সেতুবন্ধন, যা হৃদয় থেকে হৃদয়ে ভালোবাসা পৌঁছে দেয়। ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখেও হাসি ফুটে ওঠে।

এই উপলব্ধি থেকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা সমাজের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস নিয়েছে। বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে ১৬ মার্চ গোপালগঞ্জের লঞ্চঘাট এলাকায় উপহারসামগ্রী বিতরণ করেছেন বন্ধুরা।

গোবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে ‘সহমর্মিতার ঈদ’
ছবি: বন্ধুসভা

বন্ধুরা বলেন, ‘উপহার হাতে পেয়ে তাঁদের চোখে যে উচ্ছ্বাস ও কৃতজ্ঞতার ঝিলিক দেখা গেছে, সেটিই আমাদের মানবিক প্রচেষ্টার সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা বিশ্বাস করি, ছোট্ট একটি ভালোবাসার ছোঁয়াও কারও দিনকে সুন্দর করে তুলতে পারে। ঈদ শুধুই এক দিনের উৎসব নয়, এটি ভালোবাসা, সহানুভূতি ও মানবিকতার এক চিরন্তন শিক্ষা।’

প্রচার সম্পাদক, গোবিপ্রবি বন্ধুসভা