এই বছরের সর্বোচ্চ তাপমাত্রার কবলে পড়েছে যশোর জেলা। ৪৩ দশমিক ৮ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দেখা গেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয়েছে কৃষকদের। যাঁদের দিন–রাত এক করে সুন্দর ফসল ফলানোর জন্য খাটতে হয়।
কৃষকেরা যাতে এই গরমে কিছুটা হলেও স্বস্তি নিয়ে কাজ করতে পারেন, এ জন্য ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে যশোর বন্ধুসভা। গত ৩ এপ্রিল কৃষকদের মধ্যে মাথাল বিতরণ করেন বন্ধুরা।
কৃষক বদিউর আলম জানান, এই গরমে সবজিখেতে যত্ন নিয়েও ভালো হচ্ছে না। আগে সার যে পরিমাণ দেওয়া হতো, এখন সে পরিমাণ দিয়েও হচ্ছে না; পানি বেশি খরচ হচ্ছে, খরচও বেড়ে যাচ্ছে, যা চিন্তার কারণ। এর মধ্যে আবার এই তাপ সহ্য করে টানা রোদে মাঠে থাকা খুবই কষ্টের।
কর্মসূচিতে বক্তব্য দেন প্রথম আলোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, বন্ধুসভার উপদেষ্টা সাহেদ চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার দাস। সভাপতি মুরাদ হোসেনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় আলোচনা পর্ব। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হামিদা হিমু।
সাধারণ সম্পাদক, যশোর বন্ধুসভা