শীতের সকালে সিলেট বন্ধুসভার ব্যাডমিন্টন টুর্নামেন্ট
মাদককে ‘না’ ও সুস্বাস্থ্য বজায় রাখতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট করেছে সিলেট বন্ধুসভা। গত ৩১ জানুয়ারি শীতের কুয়াশায় মোড়ানো সকালে নগরীর আইটি ল্যাব সল্যুশনস মাঠে এটি অনুষ্ঠিত হয়।
ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন বন্ধু সুমন দাস ও শাহরিয়ার হক এবং রানার্সআপ হন কিশোর দাস ও কৃত্য ছত্রী। মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হন বন্ধু গায়ত্রী বর্মন ও সুবর্ণা দেব এবং রানার্সআপ হন দৃষ্টি রানী বর্মন ও প্রত্যাশা তালুকদার।
বিজয়ী দল ও রানার্সআপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন সভাপতি দেব রায় সৌমেন, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রেয়ান ঘোষ ও সাংগঠনিক সম্পাদক শেখ ফয়সাল আহমেদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক সম্পাদক ফারিহা হক।
সভাপতি দেব রায় সৌমেন বলেন, ‘নিয়মিত খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। সবার উচিত নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজের শরীর ও মনকে সুস্থ রাখা।’
বন্ধু সুবর্ণা দেব বলেন, ‘চ্যাম্পিয়ন হতে পেরে ভীষণ ভালো লাগছে।’
বন্ধু প্রণব চৌধুরী বলেন, ‘খেলায় হার ও জিত থাকবেই। আমরা ভালো খেলার চেষ্টা করেছি। সামনে আরও ভালো খেলব।’
স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক, সিলেট বন্ধুসভা