শিক্ষকদের শ্রদ্ধা জানাতে বন্ধুদের উদ্যোগ

শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

শিক্ষাব্যবস্থার সামগ্রিক উন্নতির স্বার্থে ছাত্র-শিক্ষক সম্পর্কের ভিত্তি মজবুত ও দৃঢ় হওয়া প্রয়োজন। এ জন্য প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয় শিক্ষক দিবস। বিশেষ এই দিনে সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের শ্রদ্ধা জানিয়েছেন।

শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য ১৯৯৫ সালের ৫ অক্টোবর থেকে ইউনেসকোর মাধ্যমে বিশ্বের ১০০টি দেশে এ দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে গত বৃহস্পতিবার বেলা ১১টায় বন্ধুরা সাতক্ষীরা জেলা শহরের প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান বন্ধুদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বৃষ্টির মধ্যে আমাদের প্রতিষ্ঠানে এসে তোমরা যেভাবে শিক্ষকদের সম্মান জানিয়েছ, তা খুবই মহৎ উদ্যোগ।’ একই কলেজের সহকারী অধ্যাপক শোভা রানী বড়ুয়া বন্ধুদের উদ্দেশে বলেন, ‘তোমরা আমাদের সন্তানের মতো। শত প্রতিকূলতা, সংকট আর বাধাবিপত্তির মধ্যেও তোমাদের এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা আমাদের করতে হয়। পাশে থেকে স্বপ্নের ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যে তোমাদের স্বপ্নবাজ হয়ে গড়ে উঠতে হবে। আজ এই বৃষ্টি উপেক্ষা করে তোমরা যে ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছ, সত্যিই একজন শিক্ষক হিসেবে গর্ববোধ করছি।’

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস, সাধারণ সম্পাদক ইমরুল হাসান, প্রচার সম্পাদক তারিক ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোকাররাম বিল্লাহ, ম্যাগাজিন-বিষয়ক সম্পাদক মাসকুরা আক্তার, বন্ধু আবু তাহের, ইমতে জামিল, শামীম রেজা, মো. পারভেজ ও ইফতে জামিল।

সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা