রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্রে ‘দুর্গেশনন্দিনী’
বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দুর্গেশনন্দিনী’ নিয়ে পাঠচক্রের আসর করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২ আগস্ট বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যচর্চা, ভাষাশৈলী, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং উপন্যাসের সাহিত্যিক গুরুত্ব নিয়ে আলোচনা করেন বন্ধুরা। তাঁরা বলেন, ‘“দুর্গেশনন্দিনী” কেবল প্রেম ও ইতিহাসনির্ভর উপন্যাসই নয়, এটি বাংলা সাহিত্যে ঐতিহাসিক উপন্যাসের সূচনার একটি মাইলফলক।’
সাধারণ সম্পাদক রিয়াদ খানের সঞ্চালনায় পাঠচক্রে উপস্থিত বন্ধুরা সক্রিয়ভাবে আলোচনায় অংশগ্রহণ করেন।
সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা