‘সাহসী সাংবাদিকতার কারণেই প্রথম আলো মানুষের হৃদয়ে’

নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ
ছবি: বন্ধুসভা

বাংলাদেশের জন্য যা কিছু ভালো, যা কিছু মঙ্গলজনক, তা-ই প্রথম আলো করে যাচ্ছে এবং করে যাবে। প্রতিষ্ঠার শুরু থেকেই সাহসী সাংবাদিকতার কারণেই প্রথম আলো মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। সৎ, সাহসী সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় সমস্যা, সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলোকে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে হবে।

৬ নভেম্বর নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। এর আগে প্রেসক্লাবের সামনে থেকে আমন্ত্রিত সুধী ও বন্ধুসভার বন্ধুরা একটি আনন্দ শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের ব্রিজের মোড়-ডিগ্রি কলেজ মোড় সড়কের কেডির মোড় হয়ে আবারও প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান বলেন, ‘প্রথম আলো প্রতিষ্ঠার শুরু থেকে সাহসের সঙ্গে নিপীড়িত মানুষের কথা তুলে ধরে আসছে। মুক্তিযুদ্ধের পক্ষে থেকেছে। প্রত্যাশা থাকবে, পত্রিকা যেন তার এই ধারা অব্যাহত রাখে।’ একুশে পরিষদ নওগাঁর সভাপতি আইনজীবী ডি এম আবদুল বারী বলেন, ‘প্রথম আলো কখনো কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। কখনো মাথা নত করেনি। সাহসী সাংবাদিকতার কারণেই প্রথম আলো মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।’

আনন্দ শোভাযাত্রা
ছবি: বন্ধুসভা

নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দীন বলেন, ‘প্রথম আলোর কাছে মানুষের প্রত্যাশা অনেক। স্থানীয় সমস্যা, সম্ভাবনা নিয়ে প্রতিবেদন করে প্রথম আলোকে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে হবে।’ প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারের সভাপতি কাজী জিয়াউর রহমান বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ যারা পরিবেশন করে, তারাই টিকে থাকে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারণেই প্রথম আলো এখনো টিকে আছে। প্রথম আলোর কাছে মানুষের প্রত্যাশা অনেক। নওগাঁর স্থানীয় সমস্যা, সম্ভাবনা নিয়ে আরও বেশি বেশি প্রতিবেদন প্রথম আলোর পাতায় দেখতে চাই।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি ওমর ফারুক, নওগাঁ বন্ধুসভার উপদেষ্টা শামসুল আলম, চন্দন কুমার দেব, সভাপতি সিদ্দিকুর রহমান, একুশে পরিষদ নওগাঁর উপদেষ্টা বিন আলী, সহসভাপতি সাকিরুল ইসলাম রাসেল প্রমুখ। সঞ্চালনা করেন নওগাঁ বন্ধুসভার সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আনছারী।

আলোচনা পর্ব শেষে কেক কেটে প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। পরে ‘ও আলোর পথযাত্রী...’ গান গেয়ে শোনান বন্ধু সুষ্মিতা সাহা এবং একক নৃত্য পরিবেশন করেন নিতু আক্তার।

সাধারণ সম্পাদক, নওগাঁ বন্ধুসভা