রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে ঝালকাঠি বন্ধুসভার আয়োজন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মদিন ছিল ২৫ বৈশাখ। এ উপলক্ষে ১০ মে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবির আত্মাজীবনী নিয়ে পাঠচক্রের আসর করেছে ঝালকাঠি বন্ধুসভা। জেলা শহরের সিটি পার্ক বটতলাতে এটি অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বীথি শর্মা বনিক। শুরুতেই অনুষ্ঠিত হয় পাঠচক্র। বন্ধুরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, চরিত্র ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন।
পাঠচক্র শেষে সেরা পাঠক হিসেবে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়। তাঁরা হলেন জেন্ডার-সমতাবিষয়ক সম্পাদক জান্নাতুল ইসলাম, বন্ধু আমিনুল ইসলাম ও সিফাত মাহমুদ। বিজয়ীদের পুরস্কার হিসেবে দেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিভিন্ন বই।
দ্বিতীয় পর্বে মাসিক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুহিত খান। কবিগুরু রচিত ‘সোনার তরী’ কবিতাটি আবৃত্তি করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঝালকাঠি শাখার সভাপতি গোলাম সাঈদ খান, রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বন্ধু শুভ্রা নন্দী ও সুলতা মণ্ডল। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাহিনী’ কাব্যগ্রন্থের ‘দুই বিঘা জমি’ কবিতাটি আবৃত্তি করেন জেন্ডার-সমতাবিষয়ক সম্পাদক জান্নাতুল ইসলাম, ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের ‘অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে’ কবিতাটি আবৃত্তি করেন সাধারণ সম্পাদক বীথি শর্মা বনিক। নৃত্য পরিবেশ করেন বন্ধু আফছি মেহেনাজ। তবলায় সহযোগিতা করেন বন্ধু কুশল সাহা।
সাংস্কৃতিক পর্ব শেষে সব অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা মাহমুদুর রহমান পারভেজ, উপদেষ্টা ছবির হোসেন, সহসভাপতি জান্নাতুল ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার পাপন, সৈয়দ জালিস মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি, অর্থ সম্পাদক রোহান বিন নাসির, প্রচার সম্পাদক মো. রাফি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাব্বির হোসেন, ম্যাগাজিন সম্পাদক রিয়ানা হক, বন্ধু ওলি উল্লাহ, সনিয়া আক্তার, হেপি আক্তার, কুশল সাহা, উম্মে সালমা, মো. আবির, মো. রাকিব, উজ্জ্বল রহমানসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, ঝালকাঠি বন্ধুসভা