ঝালকাঠি বন্ধুসভার পাঠচক্র ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পদ্মা সেতুর ভূমিকা’

পাঠচক্র ও মাসিক সভা শেষে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে পুরো দেশের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হয়েছে। বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে এ সেতু গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সেটির ভূমিকা বন্ধুদের মধ্যে তুলে ধরতে ঝালকাঠি বন্ধুসভা এবার তাদের পাঠচক্রের বিষয় রাখে ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পদ্মা সেতুর ভূমিকা’।

পাঠচক্রে ঝালকাঠি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

১৫ জুলাই বিকেলে ঝালকাঠি শহরের শিশুপার্কে পাঠচক্র ও মাসিক সভা করেছে প্রথম আলো বন্ধুসভা ঝালকাঠি। পাঠচক্রে বক্তারা বাংলাদেশের অর্থনীতি, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার যোগাযোগ, বাণিজ্য, পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে পদ্মা সেতু কীভাবে ভূমিকা রাখবে, সেই বিষয়গুলো তুলে ধরেন।

পাঠচক্র শেষে মাসিক সভা হয়। সেখানে বৃক্ষরোপণ ও বর্ষাবরণ বাস্তবায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন বন্ধুরা। শেষে সেরা তিনজন আলোচক বন্ধুকে পুরস্কৃত করা হয়। পুরস্কার পেয়েছেন বন্ধু আমিনুল ইসলাম, নিলা পোদ্দার ও নিশি পোদ্দার।

সেরা আলোচক এক বন্ধুর হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে
ছবি: বন্ধুসভা

সেখানে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক তানভীর ফয়সাল, উপসাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি, দপ্তর সম্পাদক তাহমিনা আইরিন, পাঠচক্র সম্পাদক জান্নাতুল সাথী, ক্রীড়া সম্পাদক সাহরিয়ার শুভ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, তাসিন আহমেদ, উম্মে এনিনা, আরাফাত, রোহানসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, ঝালকাঠি বন্ধুসভা