ঈদ আনন্দ ভাগাভাগি করে নিল ময়মনসিংহ বন্ধুসভা

ময়মনসিংহ রেলওয়ে জংশন এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদের উপহার তুলে দেন ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

দুস্থ ও সুবিধাবঞ্চিতদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে ময়মনসিংহ বন্ধুসভা। জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ২৯ মার্চ বিকেলে ময়মনসিংহ রেলওয়ে জংশন এলাকায় ২১ শিশুর হাতে ঈদের উপহার হিসেবে রঙিন জামা তুলে দেন বন্ধুরা।

অনিক নামের ঈদ উপহার পাওয়া একজনের কাছে অনুভূতি জানতে চাইলে সে বলে, খুবই ভালো লাগছে। এবার নতুন জামা পরে ঈদ করতে পারব। তার মতো উচ্ছ্বসিত ছিল জাহানারা, রিফাত, জিমি, সিফাতসহ বন্ধুসভার ঈদ উপহার নিতে আসা সবাই। ছেলেদের জন্য ছিল শার্ট, প্যান্ট ও চশমা আর মেয়েদের জন্য ছিল জামা, পায়জামা, চুল বাঁধার ফিতাসহ বিভিন্ন ধরনের প্রসাধনী।

বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সহসভাপতি খালিদ হাসান। স্বাগত বক্তব্যে আরেক সহসভাপতি মেহেদি হাসান বলেন, ‘আমাদের একটাই উদ্দেশ্য—ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং সবার মুখে হাসি ফোটানো।’ এ সময় যাঁরা কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছেন, তাঁদের ধন্যবাদ জানান তিনি।

দিনশেষে শিশুদের মুখের এই হাসি, বন্ধুসভার বন্ধুদের অর্জন
ছবি: বন্ধুসভা

‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন সাধারণ সম্পাদক হামিদুল হক, অর্থ সম্পাদক শাকিল আহমেদ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক রায়হান মুজিব, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক সুমন আহমেদ, কার্যনির্বাহী সদস্য মাহমুদুস সালেহীন, বন্ধু জাহাঙ্গীর আলম, সাজিদ ইসলাম, ফজলে রাব্বিসহ অন্য বন্ধুরা।

একই দিন সাংগঠনিক সম্পর্ক অটুট রাখার নিমিত্তে উপদেষ্টা, কার্যনির্বাহী সদস্য, সুধী ও শুভাকাঙ্ক্ষীদের সমন্বয়ে আয়োজন করা হয় ইফতারের। ময়মনসিংহ নগরের জয়নুল আবেদিন পার্কসংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে এটি অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুলাইমান শিহাব। এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা কামরান পারভেজ, ছৈয়দ রায়হান উদ্দিন, সভাপতি নাহিদ মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক এহতেশাম বিন তাহেরসহ অসংখ্য বন্ধু।

সহসভাপতি, ময়মনসিংহ বন্ধুসভা