চকরিয়ায় প্রথম আলো অনলাইন পাঠক কুইজ প্রতিযোগিতা

প্রথম আলো অনলাইন পাঠক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে অতিথিরা
ছবি: বন্ধুসভা

চকরিয়া বন্ধুসভার উদ্যোগে ১৩ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ দিনব্যাপী প্রথম আলো অনলাইন পাঠক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় মোট ১ হাজার ৫০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। বিজয়ী ঘোষণা করা হয় ১৮ জনকে।

৩১ অক্টোবর চকরিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর লোগো ডিজাইনসংবলিত একটি মগ ও সনদ। প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে এই উদ্যোগ।

প্রতিদিন সন্ধ্যা ৬টায় চকরিয়া বন্ধুসভার ফেসবুক গ্রুপে কুইজ প্রশ্ন শেয়ার করা হতো। রাত ১২টার মধ্যে নির্দিষ্ট লিংকে উত্তর প্রদান করত অংশগ্রহণকারীরা। সঠিক উত্তরদাতার মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি এস এম হানিফ, চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইন্দ্রজিৎ বড়ুয়া, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নূর আয়েশা খান ফাউন্ডেশনের চেয়ারম্যান এম ইসমাইল খান, সাংবাদিক শাহ জামাল প্রমুখ। সঞ্চালনা করেন চকরিয়া বন্ধুসভার সহসভাপতি জাহিদুল ইসলাম।

প্রথম আলোর প্রতিনিধি এস এম হানিফ বলেন, ‘বন্ধুসভার একটি ভালো কাজের অংশ আজকের অনলাইন পাঠক কুইজ প্রতিযোগিতা। একজন শিক্ষার্থীর ক্যারিয়ার গঠনে এবং অনুপ্রেরণার উৎস হিসেবে প্রথম আলো পড়ার বিকল্প নেই।’

অধ্যক্ষ ইন্দ্রজিৎ বড়ুয়া বলেন, ‘শিক্ষার্থীর স্বপ্ন পূরণে প্রথম আলো একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রথম আলো বন্ধুসভা যেসব সামাজিক কার্যক্রম পরিচালনা করে সেগুলো অনন্য।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বন্ধু জাহেদুল আলম ও তাছিন রাজ্জাক।

সহসভাপতি, চকরিয়া বন্ধুসভা