বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আরণ্যক’ উপন্যাস নিয়ে পাঠচক্র

জামালপুর বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘আরণ্যক’ নিয়ে পাঠচক্রের আসর করে জামালপুর বন্ধুসভা। ২৮ ফেব্রুয়ারি সরকারি আশেক মাহমুদ কলেজ মুক্তমঞ্চ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রে সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম খান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বর্ণাঢ্য জীবনী এবং ‘আরণ্যক’ উপন্যাসের পেছনের গল্প ও লেখকের প্রকৃতিপ্রেমের ওপর আলোচনা করেন। এ ছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন বন্ধু সায়েম ইসলাম ও প্রচার সম্পাদক ফাহিম মোনায়েম।

পাঠচক্র শেষে জামালপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বন্ধুদের আলোচনা থেকে আমরা জানতে পারি, বিহারের পূর্ণিয়া জেলার কুশী নদীর ওপারে আজমাবাদ, লবটুলিয়ার বিস্তীর্ণ অরণ্য অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের জীবনযাপন সম্পর্কে। এই অঞ্চলের বন্য, অশিক্ষিত, দরিদ্র ও অসহায় মানুষের জীবনধারা এবং প্রকৃতির এক ভিন্ন রূপ এই উপন্যাসে ফুটে উঠেছে। উপন্যাসে গহিন অরণ্যের মধ্যে কিছু সহজ সরল মানুষ, জংলি ফুল আর প্রাণীর সমাগম; সেখানে আবার লোক ঠেকানো মহাজন, সহায়সম্বলহীন মানুষের বেঁচে থাকার গল্প, এক শহুরে যুবকের প্রকৃতিপ্রেম, দরিদ্র রমণীর আতিথেয়তা আর প্রকৃতির এক অন্য রকম গল্পের সংমিশ্রণ আরণ্যক।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক চৌধুরী সামিতা তাবাসসুম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক নাহিদুল ইসলাম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ফারজানা আক্তার, কার্যনির্বাহী সদস্য মিফতাহুল জান্নাত, জুবায়ের আহমেদ, বন্ধু নাইমুল শাকিলসহ অন্য বন্ধুরা।

প্রচার সম্পাদক, জামালপুর বন্ধুসভা