এডাস্ট বন্ধুসভার পাঠচক্রে ‘অতীশ দীপংকর: জীবন ও কর্ম’

এডাস্ট বন্ধুসভার পাঠচক্রছবি: বন্ধুসভা

একাদশ শতকে যে কজন বরেণ্য সন্তান দেশের গণ্ডি পেরিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন, তাঁদের মধ্যে দীপংকর শ্রীজ্ঞান অন্যতম। বৌদ্ধশাস্ত্রে তিনি অগাধ পাণ্ডিত্য লাভ করেন, বহুশাস্ত্রবিদ, ধ্যান-জ্ঞানে ও পরোপকারে ছিলেন তুলনাহীন।

এই অসাধারণ প্রতিভাধর ব্যক্তিকে নিয়ে জিতেন্দ্র লাল বড়ুয়ার লেখা ‘অতীশ দীপংকর: জীবন ও কর্ম’ বই নিয়ে পাঠচক্র করেছে এডাস্ট বন্ধুসভা। ৪ ফেব্রুয়ারি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মাকসুদ এলাহীর সঞ্চালনায় পাঠচক্রে উপস্থিত ছিলেন সভাপতি অংকন তঞ্চঙ্গ্যা, সহসভাপতি সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক কামরুন নাহার, ম্যাগাজিন সম্পাদক হাবিবা রহমান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক ফারাবী আনাসসহ অন্য বন্ধুরা।

প্রচার সম্পাদক, এডাস্ট বন্ধুসভা