চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিয়ে ড্যাফোডিল বন্ধুসভার ইফতার

ইফতার সামনে নিয়ে সবার মুখে উচ্ছ্বাসছবি: অদিত আল নাফিউ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সবুজ ক্যাম্পাসটা দেখলে যে কেউ-ই মুগ্ধ হতে বাধ্য। এই মুগ্ধতা ছড়ানোর পেছনে যাঁদের পরিশ্রম সবচেয়ে বেশি, তাঁরা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী। ১৬ মার্চ এই পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ইফতারের আয়োজন করেছেন ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুরা।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বনমায়াতে ‘বন্ধুত্বের ইফতার’ শিরোনামে এই আয়োজনে আরও অংশ নেন ড্যাফোডিল বন্ধুসভার উপদেষ্টা, বন্ধুসহ অন্তত ১০০ শিক্ষার্থী।

আসরের নামাজের পরপরই ইফতার সাজাতে ব্যস্ত হয়ে পড়েন বন্ধুরা। সব প্রস্তুতি শেষে ড্যাফোডিল বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক আলমামুন হোসেনের বাবার মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়, প্রথম আলো বন্ধুসভা, বন্ধু এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন।

ইফতারের পূর্বমুহূর্তে ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুরা
ছবি: অদিত আল নাফিউ

এ সময় বন্ধুদের উদ্দেশে ড্যাফোডিল বন্ধুসভার উপদেষ্টা মাহবুব পারভেজ বলেন, ‘নিঃসন্দেহে এটা মহৎ একটি উদ্যোগ। ভবিষ্যতে তোমাদের এমন ভালো কাজের ধারা অব্যাহত থাকুক।’

বন্ধুসভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী মোহাম্মাদ রাজু বলেন, ‘আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রাণিত করে, ড্যাফোডিলে কাজ করার আগ্রহ বাড়িয়ে দেয়। আপনাদের এমন আয়োজনে আমরা আনন্দিত।’

ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্ধু আহসান আরিফ, এহসানুল ফেরদৌস, নাজমুল অভি, আশিকুর রহমান, সিরাজউদ্দোলা লাবু, আফসানা স্মৃতি, রিয়ান আহমেদ, নাজমুল হিমেল, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল মলি নাজমুল হাসান হিমেল এবং উপস্থিত ছিলেন বর্তমান কার্যনির্বাহী পরিষদের সভাপতি সাব্বির আহমেদ, সহসভাপতি আদিবা জামান, সাধারণ সম্পাদক সাবিরা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল হক, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মলি, সহসাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, অর্থ সম্পাদক নাজমুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক জাকিয়া লিমা, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক অনীক ভূষণ সাহা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইনছান কবির, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক অদিত আল নাফিউ, বইমেলা সম্পাদক রাকিবুল ইসলাম, ম্যাগাজিন সম্পাদক সালমান ফারসি ও কার্যনির্বাহী তাসফিয়া তাবাসসুমসহ অন্য বন্ধুরা।

বন্ধু, ড্যাফোডিল বন্ধুসভা