‘শীতের আঁচলে স্নেহের স্পর্শ’ প্রতিপাদ্যে সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে হাবিপ্রবি বন্ধুসভা। ২৯ জানুয়ারি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসিতে এটি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. শফিকুল ইসলাম সিকদার। তিনি আরও বলেন, ‘মানবিক উদ্যোগের জন্য হাবিপ্রবি বন্ধুসভাকে অসংখ্য ধন্যবাদ। মানবিকতা ও বিবেকই একটি জাতিকে এগিয়ে নিতে পারে। আর শীতার্ত মানুষের মুখে সামান্য হাসি ফোটানোই আমাদের সফলতা।’
এ সময় আরও উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এম জাহাঙ্গীর কবির, ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর এস এম এমদাদুল হাসান, প্রক্টর প্রফেসর মো. শামসুজ্জোহা, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. মহিদুল হাসান, হাবিপ্রবি বন্ধুসভার সাবেক সভাপতি রিজুয়ানুল হক ও সাধারণ সম্পাদক মো. লিটন। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও বড় পরিসরে আয়োজনের জন্য প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা থাকবে বলে তাঁরা জানান। পাশাপাশি সমাজের সব মানবিক মানুষকে শীতার্তের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বন্ধুসভার কাছ থেকে কম্বল উপহার পেয়ে শীতার্তরাও খুশি। শান্তু বালা (৭১) স্বস্তির নিশ্বাস ফেলে বলেন, ‘ঠাকুর, তোমরা অনেক ভালো কাজ করলে। আমার একটা চাদরও ছিল না, শীতে খুব কষ্ট পেতাম। এই গরম কাপড়টা পেয়ে খুব খুশি হয়েছি। ভগবান তোমাদের মঙ্গল করুক।’
সভাপতি, হাবিপ্রবি বন্ধুসভা