চট্টগ্রাম বন্ধুসভার নিয়মিত আয়োজন চলচ্চিত্র উৎসব। এ উৎসবের দ্বিতীয় চলচ্চিত্রটি দেখানো হয় ১৭ ফেব্রুয়ারি। এই পর্বে হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’ উপভোগ করেন বন্ধুরা।
স্বাধীনতাযুদ্ধের সময় অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে বেড়াতে থাকে। এমনই একদল আশ্রয়সন্ধানীর পলায়নের কাহিনি নিয়ে হুমায়ূন আহমেদ ‘শ্যামল ছায়া’ চলচ্চিত্রটি নির্মাণ করেন।
শুরু থেকে শেষ পর্যন্ত সবাই মনোযোগসহকারে চলচ্চিত্র দেখার পর নিজেদের মতামত জানান।
বন্ধু প্রান্ত বড়ুয়া বলেন, ‘চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধের ওপর নির্মিত হলেও এখানে আরও একটি বিশেষ দিক বেশ ভালোভাবে ফুটে উঠেছে। একই নৌকায় বিভিন্ন ধর্মের মানুষ দেশের স্বার্থে একত্র হয়ে মুক্তিবাহিনীকে সাহায্য করার চেষ্টা করেছেন।’
আরেক বন্ধু বলেন, ‘চট্টগ্রাম বন্ধুসভার এ আয়োজনের মাধ্যমে নতুন করে সিনেমা দেখার অভ্যাস গড়ে উঠেছে।’ পুরো আয়োজনের সমন্বয়কারী ছিলেন রাহিম মাহমুদ চৌধুরী ও সাইফুল ইসলাম।