আত্মোন্নয়ন ও আত্মগঠনমূলক বই ‘দ্য পাওয়ার অব ইয়োর সাবকনশাস মাইন্ড’। ড. জোসেফ মারফি রচিত এই বই পৃথিবী বিখ্যাত। বইটিতে মানুষের অবচেতন মনকে ইতিবাচকভাবে প্রভাবিত করার শক্তি সম্পর্কে গভীরভাবে আলোচনা করা হয়েছে।
বর্তমান সময়ে জ্ঞানার্জন ও কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আত্মোন্নয়নমূলক বই পড়া খুবই প্রয়োজন। এই প্রয়োজনীয়তাকে উপলব্ধি করে ‘দ্য পাওয়ার অব ইয়োর সাবকনশাস মাইন্ড’ বই নিয়ে পাঠচক্র করেছে চট্টগ্রাম বন্ধুসভা। ১৪ মার্চ অনলাইনে এটি অনুষ্ঠিত হয়।
‘হিরন্ময় কথকতা’ সিরিজের এই পাঠচক্রে আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা সঞ্জয় বিশ্বাস। তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস, চিন্তা ও কল্পনা অবচেতন মনে প্রভাব ফেলে এবং তা বাস্তব জীবনে রূপ নেয়। ইতিবাচক চিন্তা, আত্মবিশ্বাস ও সৃষ্টিশীল কল্পনার মাধ্যমে যে কেউ তার জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে।’
পাঠচক্রটি সঞ্চালনা করেন ম্যাগাজিন সম্পাদক কামরান চৌধুরী। এ ছাড়া পাঠচক্র শেষে আলোচক এই বই নিয়ে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ম্যাগাজিন সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা