‘স্বপ্নই আমাদের জীবনকে অর্থবহ করে তোলে’

রাজশাহী বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পাঠচক্রের আসর করে রাজশাহী বন্ধুসভা। গত ২৬ মার্চ বিকেলে রাজশাহী প্রথম আলো অফিসে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্রের বিষয় ছিল প্রদ্যোতের লেখা ‘দ্রোহের জলে দহন’ বইয়ের দুটি কবিতা।

পাঠচক্রের শুরুতেই ‘কিসের স্বাধীনতা!’ ও ‘স্বপ্নে গ্রথিত ধরিত্রী’ কবিতা দুটি পাঠ করেন সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার। তিনি বলেন, ‘স্বাধীনতা মানে শুধু অতীতের গৌরবগাথা নয়, বর্তমানের অন্যায়ের বিরুদ্ধেও রুখে দাঁড়ানো। এই কবিতাগুলো আমাদের সেই চেতনায় উদ্দীপ্ত করে। “স্বপ্নে গ্রথিত ধরিত্রী” কবিতাটি শেখায় যে স্বপ্নই আমাদের জীবনকে অর্থবহ করে তোলে। কবি এখানে আপেক্ষিক সত্য ও স্বপ্নের সংযোগের মাধ্যমে জীবনের গভীর দর্শন তুলে ধরেছেন।’

সভাপতি মিজানুর রহমান বলেন, ‘স্বাধীনতা মানে শুধু শত্রুর হাত থেকে মুক্তি পাওয়া নয়, এটি অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সাম্যের বিষয়ও। “কিসের স্বাধীনতা!” কবিতাটি আমাদের সেই বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, যেখানে মুক্তির অর্থ এখনো অনেকের কাছে অধরা।’

রাজশাহী শাহ্ মখদুম কলেজের শিক্ষক সাখাওয়াত হোসেন বলেন, ‘সাহিত্য সব সময় সমাজের দর্পণ হিসেবে কাজ করে। “দ্রোহের জলে দহন” বইয়ের কবিতাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে বিদ্রোহ মানে শুধু অস্ত্রধারণ করা নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তোলা এবং মানবিক মূল্যবোধের পক্ষে দাঁড়ানো। বিশেষ করে “কিসের স্বাধীনতা!” কবিতাটি আমাদের শেখায় যে স্বাধীনতা কেবল রাজনৈতিক মুক্তি নয়, বরং এটি মানসিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির বিষয়ও। প্রকৃত স্বাধীনতা তখনই অর্জিত হয়, যখন প্রতিটি নাগরিক সমান সুযোগ ও ন্যায়বিচার পান।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি উৎসব সরকার, সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক নিশাত তাসনিসহ অন্যান্য বন্ধুরা।

সহসভাপতি, রাজশাহী বন্ধুসভা