বাংলা ভাষা ও ভাষা আন্দোলন বিষয়ে পাঠের আসর

নোয়াখালী বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

‘ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া–এ ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি?’

তাই তো ভাষাশহীদদের প্রতি আত্মিক টানে ২১ ফেব্রুয়ারি নগ্ন পায়ে প্রভাতফেরি করে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে পাঠচক্রের আসর জমান নোয়াখালী বন্ধুসভার বন্ধুরা। বিষয় ছিল বাংলা ভাষা ও ভাষা আন্দোলন। অনুষ্ঠিত হয় প্রথম আলোর নোয়াখালী অফিসে।

পরিচয় পর্ব শেষে শুরু হয় মূল আলোচনা। ভাষা আন্দোলন ও ভাষাশহীদদের আত্মত্যাগের পাশাপাশি আলোচনায় উঠে আসে বাংলা ভাষা ব্যবহারের বিভিন্ন অসংগতি ও ভাষার অপব্যবহার। বর্তমান সমাজের তথাকথিত সভ্য মানুষদের বেশির ভাগই এখন বিদেশি ভাষা চর্চায় গা ভাসিয়ে নিজের মাতৃভাষার সম্মানহানি করছেন। এ বিষয়ে সচেতনতা সৃষ্টি ও নিজেদেরকে ভাষার অপব্যবহার থেকে মুক্ত রাখাই ছিল আলোচনার মুখ্য বিষয়।

আলোচনার একপর্যায়ে প্রথম আলো-নিউইয়র্ক থেকে প্রকাশিত শেখর ভট্টাচার্যের অভিমত ‘ভাষা আন্দোলন আমাদের চেতনার বহ্নিশিখা’ পাঠ করা হয়। বন্ধুরা দেশপ্রেম ও মাতৃভাষার প্রতি ভালোবাসায় সর্বদা এগিয়ে। তাই সমাজে বিরাজমান ভাষাভিত্তিক অসংগতি এড়িয়ে চলা বন্ধুদের দায়িত্ব। এরপর বন্ধু নয়ন কুরির ভাষা আন্দোলন নিয়ে লেখা একটি কবিতা আবৃত্তির মাধ্যমে শেষ হয় পাঠচক্র।

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা সুমন নুর, বন্ধু জাহিদ হাসান, সাধারণ সম্পাদক উম্মে ফারহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শিমুল, সহসাংগঠনিক সম্পাদক তাজকির হোসেন, দপ্তর সম্পাদক ধ্রুব ভূঁইয়া, প্রচার সম্পাদক সানি তামজীদ, ম্যাগাজিন সম্পাদক নাফিস আহমেদ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক নুসরাত জাহান, কার্যনির্বাহী সদস্য নয়ন কুরি, জারিন, জাবের প্রমুখ।

অর্থ সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা