‘আকাশজুড়ে রোদ, হৃদয়ে উচ্ছ্বাস,
যান্ত্রিক জীবন থেকে একটুখানি লুকোচুরি…।’
স্মৃতির পাতায় জমা হলো আরেকটি রঙিন দিন। গত ২৮ জানুয়ারি গাজীপুর বন্ধুসভার আয়োজনে আমরা অংশ নিই ‘আনন্দ ভ্রমণ ২০২৫’-এ। গন্তব্য ছিল গাজীপুরের রাজেন্দ্র ইকোরিসোর্ট—একটুকরা সবুজ শান্তি, যেখানে প্রকৃতি আর উচ্ছ্বাস একসঙ্গে মিলেছে। হাসি-গান আর খেলাধুলায় ভরা দিনটি মনের মধ্যে চিরস্থায়ী হয়ে থাকবে।
সকালের হালকা কুয়াশা সরিয়ে যখন পিকনিক বাস রওনা দিল, তখন মনে হচ্ছিল, এই যাত্রা কেবল গন্তব্যে পৌঁছানোর নয়; বরং আনন্দ খুঁজে নেওয়ার। বন্ধুদের হাসি, জানালার পাশ দিয়ে দৌড়ে চলা গাছপালা আর গানের তালে তাল মিলিয়ে এগিয়ে চলা, প্রতিটি মুহূর্তই যেন একেকটি কবিতা।
‘ঘাম ঝরল খেলায়,
মন মুখরিত আনন্দে…।’
সকালের নাশতা শেষে শুরু হয় মাঠের লড়াই। ক্রিকেট বলের শব্দ আর ফুটবলে পায়ের লাথি। কেউ ছক্কা হাঁকাল, কেউ গোল দিয়ে উল্লাসে ফেটে পড়ল। এক পাশে টান টান উত্তেজনায় খেলাতে হইহুল্লোড়, অন্য পাশে দর্শকসারিতে বসে খেলা দেখা—এ যেন নিছক প্রতিযোগিতা নয়; বরং বাঁধন আরও দৃঢ় করার উৎসব।
এরপর পানির আঙিনায় নেমে গেলাম সবাই। সুইমিংপুলে ছিটকে পড়া পানির ফোঁটায় মিশে ছিল আনন্দের ঝলক। কেউ ডুব দিল, কেউ সাঁতার কাটল, আবার একজন আরেকজনকে ভিজিয়ে দেওয়ার প্রতিযোগিতা তো ছিলই।
খেলা শেষে ক্ষুধার্ত পেট নিয়ে আমরা বসে পড়লাম দুপুরের আয়োজনে। ধোঁয়া ওঠা পোলাও, গরম ঝাল মাংস, সঙ্গে রোস্ট, মুহূর্তটাই হয়ে উঠল উপভোগ্য। সবাই মাঠে বসে পেটপুরে খেয়ে নিলাম দুপুরের খাবার।
‘হাসির শব্দে প্রতিধ্বনিত হলো বন,
দিনটা শেষ না হোক, চাইছে এ মন…।’
দুপুরের খাবার শেষে অনুষ্ঠিত হয় আরও কিছু মজার খেলা। মেয়েদের চেয়ার সিটিং আর ছেলেদের হাঁড়িভাঙা এবং ফুটবল-গোলপোস্ট—সবই ছিল হাস্যরসে ভরপুর।
দিনের আলো কমে এলে শুরু হয় পুরস্কার বিতরণী। খেলার বিজয়ীরা যেমন পুরস্কার পেল, তেমনই সবাই পেল একটি দিনভর আনন্দের সম্মাননা—মনের ভেতর জমে থাকা একগুচ্ছ উজ্জ্বল স্মৃতি। আমিও কীভাবে যেন লটারিতে একটা গিফট পেয়ে গেলাম। সভাপতি ও উপদেষ্টাদের আনন্দপূর্ণ সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় দিনের আনুষ্ঠানিকতা।
‘সূর্য ডুবলেও হাসি ডুবে না,
পথ শেষ হলেও স্মৃতিগুলো মুছে না…।’
বিকেলে আবার বাসে উঠে বসলাম। ফেলে আসা দিনটি যেন চোখের সামনে সিনেমার মতো ভেসে উঠছিল। গান চলল, গল্প চলল, আর একে অপরকে বললাম, ‘এই আনন্দ তো শেষ নয়, পরবর্তী ভ্রমণের অপেক্ষা শুরু হলো আজ থেকেই!’
‘বন্ধুত্ব আর আনন্দে ভরা এই দিন,
হৃদয়ের কোণে রয়ে গেল অমলিন…।’
এই ভ্রমণ কেবল একটি দিনের স্মৃতি নয়; বরং এটি বন্ধুত্বের নতুন অধ্যায়। আমরা বিশ্বাস করি, এমন আয়োজন বারবার হবে, আনন্দের পাতায় যুক্ত হবে আরও নতুন গল্প।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক, গাজীপুর বন্ধুসভা