রাজশাহীর তালাইমারিতে আলোর পাঠশালা স্কুলে শিক্ষা ও ক্যারিয়ারবিষয়ক সেমিনার, কুইজ প্রতিযোগিতা করেছে রাবি বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ আয়োজনে অংশগ্রহণ করে আলোর পাঠশালার শিক্ষার্থীরা।
সেমিনারে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে শিক্ষার তাৎপর্য পর্যালোচনা, স্বাস্থ্য সচেতনতা ও মুঠোফোনের অপব্যবহার সম্পর্কে বন্ধুরা আলোচনা করেন। পাশাপাশি তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের তাৎপর্য সম্পর্কেও আলোচনা করা হয়।
কুইজ প্রতিযোগিতার বিষয় ছিল ‘১৯৪৭-৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি’। পরে বিজয়ী তিনজনকে পুরস্কৃত করা হয়।
সহসাংগঠনিক সম্পাদক বাঁধন রায়ের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সভাপতি ফরহাদ হোসেন, সহসভাপতি সবুজ কুমার রায়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মো. রায়হান, সাংস্কৃতিক সম্পাদক আসিফ হোসেনসহ অন্য বন্ধুরা।
সভাপতি, রাবি বন্ধুসভা