শহীদ বুদ্ধিজীবী দিবসে ফরিদপুর বন্ধুসভার আলোক প্রজ্বালন

শহীদ বুদ্ধিজীবী দিবসে ফরিদপুর বন্ধুসভার আলোক প্রজ্বালন
ছবি: বন্ধুসভা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফরিদপুরে শহীদদের নামসংবলিত স্মৃতিফলকে মোমবাতি প্রজ্বালন করেছেন বন্ধুসভার বন্ধুরা। ১৪ ডিসেম্বর সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মুক্তিযুদ্ধে ফরিদপুরের শহীদদের নামসংবলিত বেদিতে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় মোমবাতি দিয়ে ১৪ তারিখ, জাতীয় পতাকা, বন্ধুসভার লোগো ও বন্ধুসভা আঁকা হয়। বেলা তিনটা থেকে বন্ধুরা এ কাজে হাত লাগান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, মাফিকুল ইসলাম, মানিক কুন্ডু, তাওহিদুজ্জামান খান, সুব্রত কুমার পাল, রফিকুল ইসলাম, অজয় দাস, সাজু আহম্মেদ, আহাতা শাম শাওন, কথা পাল, শ্যামল মন্ডল, মিঠুন দাস, রিফাত হাসনাত, শুভ বিশ্বাস ও সজীব দত্ত।

ফরিদপুর বন্ধুসভার সভাপতি মানিক কুন্ডু বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার প্রাক্কালে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় দোসর আলবদর ও আলশামস বাহিনীর সদস্যরা নিজেদের নিশ্চিত পরাজয় জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করে। যাঁদের অধিকাংশকে হত্যা করা হয় ডিসেম্বরের ১৪ তারিখে। বাংলা মায়ের ওই সব আলোর প্রদীপদের স্মৃতিকে আগামী প্রজন্মের কাছে চির জাগরূক করে রাখার জন্য এবং শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শনস্বরূপ প্রতিবছর এ কর্মসূচি পালন করে আসছে ফরিদপুর বন্ধুসভা।

সাধারণ সম্পাদক, ফরিদপুর বন্ধুসভা